Ileana D'cruz: যদিও তা নিয়ে খুব একটা আর বিচলিত হন না বর্তমানে ইলিয়ানা, কারণ একটাই, তিনি সাফ জানিয়েছিলেন, যে এখন ট্রোলিং তাঁর কাছে জলভাত, তবে যা হয়েছে, তা কোনও দিন ভুলবেন না ইলিয়ানা।
Apr 16, 2022 | 10:42 AM
ইলিয়ানা ডিক্রজ, জীবনের একাধিক অধ্যায়তে কোথাও না কোথাও শরীর ও শরীরের গরণ নিয়ে নানা প্রসঙ্গ উঠেছে বারে বারে। কখনও সামনে উঠে এসেছে গোপনাঙ্গের সাইজ, কখনও আবার শরীরে মেদ না থাকায় প্রশ্ন।
1 / 6
ছোট থেকেই এমনই একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। বারে বারে তা নিয়ে মুখ খুলেছিলেন ইলিয়ানা। প্রকাশ্যে জানিয়েছিলেন কীভাবে মানসিক অবসাদে ডুবে গিয়েছিলেন তিনি। স্বীকার করে নিয়েছিলেন আত্মহত্যার চেষ্টার কথাও।
2 / 6
ইলিয়ানা সত্যিই একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন। কিন্তু কোথাও গিয়ে যেন সেই কারমের সঙ্গে শরীর নিয়ে অবসাদের কোনও যোগসূত্রই ছিল না। তবে এই খবর সামনে আসতেই সকলেই ধরে নেয় বডি শেমিং-ই একমাত্র কারণ।
3 / 6
কিন্তু কেন! নিজেই একবার প্রশ্ন তুলেছিলেন ইলিয়ানা। জানিয়ে ছিলেন, খবরটা মিথ্যে নয়, তবে দুটি কারণ সম্পূর্ণ আলাদা। ইলিয়ানার জীবনে কি একটাই কালো অধ্যায়, আর তা হল শরীর! এর বাইরে কী কোনও সমস্যাই থাকতে পারে না!
4 / 6
ইলিয়ানা নিজেই জানিয়েছিলেন, তিনি প্রতিটা পদে পদে যে কঠিন পরিস্থিতির সামনে এসেছিলেন তা কেবল তিনিই জানেন। কখনও বড় নিতম্ব, কখনও আবার বক্ষদেশের ছোট সাইজ, নানা প্রশ্নের মুখে প্রকাশ্যেই পড়তে হত তাঁকে।
5 / 6
যদিও তা নিয়ে খুব একটা আর বিচলিত হন না বর্তমানে ইলিয়ানা, কারণ একটাই, তিনি সাফ জানিয়েছিলেন, যে এখন ট্রোলিং তাঁর কাছে জলভাত, তবে যা হয়েছে, তা কোনও দিন ভুলবেন না ইলিয়ানা।