ঢাকা বিমানবন্দরে ইমন-নীলাঞ্জনের কোভিড টেস্ট
কর্মসূত্রে ইমন এবং তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ বাংলাদেশে গিয়েছিলেন। সেখান থেকে কলকাতা ফেরার পথে বিমানবন্দরে তাঁদের দু’জনেরই করোনা পরীক্ষা করা হয়।
এক বছরের বেশি সময় ধরে করোনার (covid 19) সঙ্গে লড়াই করছে গোটা পৃথিবী। লকডাউন কাটিয়ে স্বাভাবিক হয়েছে সব কিছুই। নিউ নর্মালে শুরু হয়েছে সব কাজ। এর মধ্যেই ফের করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই করোনার পরীক্ষা করিয়ে নিলেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।
কর্মসূত্রে ইমন এবং তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ বাংলাদেশে গিয়েছিলেন। সেখান থেকে কলকাতা ফেরার পথে বিমানবন্দরে তাঁদের দু’জনেরই করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল নেগেটিভ হলে, তবেই তাঁরা কলকাতার বিমানে উঠতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে তেমন বার্তাই দিয়েছেন ইমন।
View this post on Instagram
ইমন লিখেছেন, ‘কলকাতা ফেরার জন্য কোভিড টেস্ট। আশা করছি নেগেটিভ আসবে।’ দম্পতির কোভিড টেস্টের রিপোর্ট যাতে নেগেটিভ আসে, তার জন্য সোশ্যাল ওয়ালেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’-এর সঙ্গে এতদিন যুক্ত ছিলেন ইমন। চলতি সিজনে তিনি মেন্টরের দায়িত্ব পালন করেছেন। প্রতিযোগীদের নিজের মতো করে গাইড করেছেন। সেই শো-এর ফাইনালের শুটিং হল সদ্য। এই শো-এ মেন্টরের দায়িত্ব পালনও ইমনের কাছে নতুন অভিজ্ঞতা। তিনি বিশ্বাস করেন, জেতা বা হারা তো আপেক্ষিক, বরং প্রতিযোগীরা কতটা শিখতে পারলেন, সেটা গুরুত্বপূর্ণ। তিনি নিজের মতো করে প্রত্যেককে গাইড করার চেষ্টা করেছেন। সেই নিরলস প্রচেষ্টার ফল ফাইনালে দেখতে পাবেন দর্শক।
আরও পড়ুন, সন্তানকে বুঝে বিশ্বাস করতে হবে: সুদীপা চট্টোপাধ্যায়