AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুতুলখেলা দেখিয়ে পেট চলত কোনওরকমে, ‘হতদরিদ্র’ সাওয়াই এখন দেশের ‘সুপারস্টার’

ইন্ডিয়ান আইডলেন সেরার শিরোপা তিনি পাননি। তবে গানের জোরে পেয়ে গিয়েছেন রাতারাতি 'সুপারস্টার'-এর তকমা। তাঁর ক্যারিশ্মায় বুঁদ স্বয়ং বিগ-বি'র নাতনি নভ্যাও।

| Edited By: | Updated on: Jun 24, 2021 | 8:20 PM
Share
সাওয়াই ভাটের ক্ষেত্রে শোনা যাচ্ছে, তিনি নাকি পবনদ্বীপকে উপহার দিয়ে রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাক।

সাওয়াই ভাটের ক্ষেত্রে শোনা যাচ্ছে, তিনি নাকি পবনদ্বীপকে উপহার দিয়ে রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাক।

1 / 6
রাজস্থানের নাগপুর জেলার এক ছোট্ট গ্রামে সাওয়াই জন্ম নেন। পুতুলখেলা দেখাতেন ছোট থেকেই, জীবিকা ছিল সেটিই। গান ছিল রক্তে, ভালবাসায়। ইন্ডিয়ান আইডলের দশ নম্বর সিজনে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু টপ ১৫-এ জায়গা হয়নি তাঁর। ইন্ডিয়ান আইডল ১২-এ এসে জীবনটাই যেন বদলে গেল ছেলেটার।

রাজস্থানের নাগপুর জেলার এক ছোট্ট গ্রামে সাওয়াই জন্ম নেন। পুতুলখেলা দেখাতেন ছোট থেকেই, জীবিকা ছিল সেটিই। গান ছিল রক্তে, ভালবাসায়। ইন্ডিয়ান আইডলের দশ নম্বর সিজনে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু টপ ১৫-এ জায়গা হয়নি তাঁর। ইন্ডিয়ান আইডল ১২-এ এসে জীবনটাই যেন বদলে গেল ছেলেটার।

2 / 6
তাঁর গানের সুর মুগ্ধ করল আট থেকে আশিকে। নব্যা নভেলি থেকে জ্যাকি শ্রফ। কেউ নিজের ইনস্টাপেজে শেয়ার করলেন তাঁর গান আবার কেউ বা নিজের ফার্ম হাউজে সাওয়াইকে আমন্ত্রণ জানালেন পুতুলখেলা দেখাবার জন্য।

তাঁর গানের সুর মুগ্ধ করল আট থেকে আশিকে। নব্যা নভেলি থেকে জ্যাকি শ্রফ। কেউ নিজের ইনস্টাপেজে শেয়ার করলেন তাঁর গান আবার কেউ বা নিজের ফার্ম হাউজে সাওয়াইকে আমন্ত্রণ জানালেন পুতুলখেলা দেখাবার জন্য।

3 / 6
গত সপ্তাহে ইন্ডিয়ান আইডলের জার্নি শেষ হয়ে সাওয়াইয়ের। কান্নার ইমোজি দিয়ে নব্যা লিখেছিলেন, 'গান গাইতে থেকো, আরও এগিয়ে যেও।" মন ভেঙেছিল অগণিত দর্শকের। কিন্তু গ্রামে ফিরে সাওয়াই যা পেলেন তা হয়তো তিনি নিজেও আশা করেননি। ফুল, মালা নিয়ে এগিয়ে এলেন কাতারে কাতারে লোকজন। সঙ্গীত যেন এক লহমায় বদলে দিয়েছে তাঁর গোটা জীবনটাই।

গত সপ্তাহে ইন্ডিয়ান আইডলের জার্নি শেষ হয়ে সাওয়াইয়ের। কান্নার ইমোজি দিয়ে নব্যা লিখেছিলেন, 'গান গাইতে থেকো, আরও এগিয়ে যেও।" মন ভেঙেছিল অগণিত দর্শকের। কিন্তু গ্রামে ফিরে সাওয়াই যা পেলেন তা হয়তো তিনি নিজেও আশা করেননি। ফুল, মালা নিয়ে এগিয়ে এলেন কাতারে কাতারে লোকজন। সঙ্গীত যেন এক লহমায় বদলে দিয়েছে তাঁর গোটা জীবনটাই।

4 / 6
বাদ পড়ে সাওয়াই এক বিবৃতি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছিলেন, " যে পরিমাণ ভালবাসা আমি পেয়েছি সে জন্য আমি কৃতজ্ঞ। শুধু একটাই কথা বলব ইন্ডিয়ান আইডল আমায় অনেক কিছু দিয়েছে। এত বড় নাম দিয়েছে পরিচয় দিয়েছে... আমি কৃতজ্ঞ।"

বাদ পড়ে সাওয়াই এক বিবৃতি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছিলেন, " যে পরিমাণ ভালবাসা আমি পেয়েছি সে জন্য আমি কৃতজ্ঞ। শুধু একটাই কথা বলব ইন্ডিয়ান আইডল আমায় অনেক কিছু দিয়েছে। এত বড় নাম দিয়েছে পরিচয় দিয়েছে... আমি কৃতজ্ঞ।"

5 / 6
যদিও সাওয়াই মনে করেন, তাঁর নামে একগাদা ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হওয়ার কারণেই বাদ পড়েছেন তিনি। তাঁর নামে রটনা করা হচ্ছে কুৎসা। জিততে না পারলেও তিনি চান গানের প্রতি ভালবাসা অটুট রাখতে। তাঁর স্বপ্নের তরী যে ইতিমধ্যেই উড়াল দিয়েছে...

যদিও সাওয়াই মনে করেন, তাঁর নামে একগাদা ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হওয়ার কারণেই বাদ পড়েছেন তিনি। তাঁর নামে রটনা করা হচ্ছে কুৎসা। জিততে না পারলেও তিনি চান গানের প্রতি ভালবাসা অটুট রাখতে। তাঁর স্বপ্নের তরী যে ইতিমধ্যেই উড়াল দিয়েছে...

6 / 6