Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi Sawant: নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখে নিজেকে আর সামলাতেই পারলেন না রাখি!

জ্যাভলিন থ্রোয়ে ভারতের সোনা জেতার পর রাখি প্রাণভরে উপভোগ করেছেন বিষয়টি। শেষে বলেছেন, 'জয় হো', 'জয় হিন্দ'।

Rakhi Sawant: নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখে নিজেকে আর সামলাতেই পারলেন না রাখি!
বাড়ির মেয়ে বাইরে নাচ করবে, একেবারেই মেনে নিতে পারেননি রাখীর বাবা। মারও খেতে হয়েছে তাঁকে। যদিও মা ছিলেন রাখীর সবকাজের প্রধান উৎসাহ দাতা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 12:12 AM

অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে গোটা দেশের নাম উজ্জ্বল করেছেন নীরজ চোপড়া। তিনি সোনার ছেলে। তাঁর এই অনন্য কীর্তি অনুপ্রেরণা হয়ে উঠেছে অনেকের কাছেই। এমনকী, বিনোদনের রানি রাখি সাওয়ান্তকেও মোহিত করেছেন নীরজ।

নীরজের সোনা জয়ের পর রাখিও জ্যাভলিন থ্রোয়ে নেমে পড়েন। গোলাপি রঙের টাইট টপ ও কালো স্ল্যাক্স জিমওয়্যার পরে একটি কাঠের লাঠি ছুঁড়তে দেখা যায় ‘কাঁটা লাগা গার্ল’কে।

টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন নীরজ। অভিনব বিন্দ্রার পর নীরজই প্রথম ভারতীয় যিনি এককভাবে একটি খেলায় সোনা এনে দিলেন ভারতকে। সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, অভিনেতা, গায়ক, সমস্ত সেলেব সকলেই নীরজকে অভিনন্দন জানিয়েছেন। গত শনিবার ৭ অগাস্ট অলিম্পিকে সোনা জেতেন নীরজ। এবার থেকে এই দিনটিকে ‘ন্যাশনাল জ্যাভলিন থ্রো ডে’ হিসেবে পালন করবে দেশ। মাত্র কয়েকদিনের মধ্যেই নীরজের সোনা জয়ের কারণে খেলাটি জনপ্রিয় হয়ে উঠেছে।

রাখি সাওয়ান্তও নিজের স্টাইলে নীরজের এই জয়কে উৎযাপন করলেন। এবং তা ধরা পড়ল ভিডিয়ো জার্নালিস্টদের ক্যামেরায়। তিনি একটি লম্বা কাঠের লাঠি ছোঁড়েন নীরজের জ্যাভলিন ছোঁড়ার স্টাইলে। প্যাপারাৎজিদের হাসি মুখে জিজ্ঞেস করেন, “ভাল থ্রো করলাম না?” তাঁর এই ভিডিয়োটি রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কেউ প্রশংসা করে লিখেছে, “রাখি মন খুব সুন্দর”। কেউ লিখেছেন, “তিনি নিজের দুনিয়াতেই আনন্দে থাকেন।” আর কেউ কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “২০২৪ সালের প্যারিস অলিম্পিকের প্রতিযোগী।”

আরও পড়ুনপ্রিয়জনকে হারালেন অনামিকা; তাঁর পরিচয় জানাতে চাইলেন না অভিনেত্রী

আরও পড়ুন: সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ফোন ধরা বন্ধ করে দেন আমির, অভিযোগ অনুপমের ভাইয়ের