সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ফোন ধরা বন্ধ করে দেন আমির, অভিযোগ অনুপমের ভাইয়ের
Anupam Shyam Aamir Khan: অনুপম নাকি কাজপাগল মানুষ ছিলেন। তাঁর শো ‘প্রতিজ্ঞা ২’ বন্ধ হয়ে যাবে শুনে আর্থিক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি।

দিন দুয়েক আগে প্রয়াত হয়েছেন অভিনেতা অনুপম শ্যাম। কিডনির সংক্রমণ নিয়ে জীবনের শেষ কয়েকটা দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। একাধিক অঙ্গ বিকল হয়ে প্রয়াত হন অনুপম। তাঁকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও পরে নাকি সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে এ বার আমির খানের বিরুদ্ধে অভিযোগ করলেন অনুপমের ভাই অনুরাগ শ্যাম।
সদ্য এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, “আমার মা গত মাসে মারা যান। মা থাকতেন প্রতাপগড়ে। তখন অনুপম যেতে পারেনি। মায়ের মৃত্যুর পর ও ভেঙে পড়ে। আসলে প্রতাপগড়ে কোনও ডায়ালিসিস সেন্টার নেই। ফলে ওখানে গেলে অনুপমের শারীরিক সমস্যা হতে পারত। এই বিষয়টা মা বেঁচে থাকাকালীনই আমির খানকেও জানিয়েছিল অনুপম। আমির সাহায্য করার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপরই আমাদের ফোন ধরা বন্ধ করে দেন।” ‘লগান’-এ আমিরের সঙ্গে কাজ করেছিলেন অনুপম। সেই সূত্রেই আমিরকে নাকি নিজের সমস্যার কথা জানিয়েছিলেন। কিন্তু আমির কোনও উপকার করেননি বলে অভিযোগ করছেন অনুপমের ভাই।
অনুপম নাকি কাজপাগল মানুষ ছিলেন। তাঁর শো ‘প্রতিজ্ঞা ২’ বন্ধ হয়ে যাবে শুনে আর্থিক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। গত এক বছর ধরে কিডনির সমস্যা ভুগছিলেন অনুপম। সুস্থ হয় শুটিং ফ্লোরে ফিরেছিলেন। সপ্তাহে তিনবার ডায়ালিসিস চলত তাঁর। কোনওরকমে মনের জোর বাড়িয়ে কাজ করছিলেন।
টেলিভিশন শো ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা ২’-এ ঠাকুর সাজন সিংয়ের চরিত্রে অভিনয় করছিলেন অনুপম। এবছর মার্চ মাসে এক সাক্ষাৎকারে অনুপম বলেছিলেন, “শরীরের অবস্থার উপর-নীচ হবেই। প্রতিদিন শুটিং শেষে হাসপাতালে গিয়ে ডায়ালিসিস করি। প্রোডাকশন টিম আমার পাশে আছে। তাই আমার কোনও ক্লান্তি নেই।”
আরও পড়ুন, ২০৫০-এ কোন বাংলার অভিনেতাকে এমন দেখতে হবে?





