২০৫০-এ কোন বাংলার অভিনেতাকে এমন দেখতে হবে?
Tota Roy Choudhury: টোটার বলিউড যোগ নতুন নয়। মধুর ভান্ডারকর, প্রদীপ সরকার, সুজয় ঘোষের সঙ্গে আগে কাজ করেছেন তিনি। তবে করণের সঙ্গে কাজ এই প্রথম।
ভবিষ্যৎ দেখা বা ভবিষ্যৎ জানার আগ্রহ আমাদের অনেকেরই রয়েছে। আপনাকে ৫০ বছর বয়সে কেমন দেখতে হবে, তা অনেক অ্যাপের মাধ্যমে এখন তৈরি করা যায়। ঠিক তেমনই ২০৫০-এ প্রিয় অভিনেতাকে দেখতে কেমন হতে পারে, তা ফটো অ্যাপের মাধ্যমে তৈরি করলেন টোটা রায়চৌধুরির এক অনুরাগী। সোশ্যাল ওয়ালে বাকি অনুরাগীদের সঙ্গে সেই ছবি শেয়ার করেছেন টোটা।
টোটার যে ওই ছবি পছন্দ হয়েছে, তা অভিনেতার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। ওই চেহারা নিয়েও খুশি থাকবেন তিনি। কিন্তু ওই বয়সেও অভিনয় করে যেতে চান। এটাই তাঁর একমাত্র চাহিদা।
বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহরের ছবিতে অভিনয় করতে চলেছেন টোটা। করণের ছবিতে অভিনয়ের বিষয়টি TV9 বাংলার কাছে স্বীকার করে নিয়ে টোটা আগেই বলেন, “আমি এ বিষয়ে এখন কিছুই বলতে পারব না। আমার কনট্র্যাক্ট সাইন করা রয়েছে। কোনও কথা বলা যাবে না।”
View this post on Instagram
টোটার বলিউড যোগ নতুন নয়। মধুর ভান্ডারকর, প্রদীপ সরকার, সুজয় ঘোষের সঙ্গে আগে কাজ করেছেন তিনি। তবে করণের সঙ্গে কাজ এই প্রথম। পাঁচ বছর পর পরিচালনায় ফিরছেন করণ। সে খবর পরিচালক আগেই জানিয়েছিলেন। ছবির নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। করণ জোহরের কামব্যাক ছবিতে একসঙ্গে দেখা যাবে রণবীর সিং এবং আলিয়া ভাটকে। ছবির পোস্টার শেয়ার করেছিলেন রণবীর এবং আলিয়া দু’জনেই। শোনা যাচ্ছে এই ছবির হাত ধরেই পর্দায় ১৫ বছর পরে ফিরতে চলেছেন জয়া বচ্চনও।
প্রায় পাঁচ বছরের বিরতির পর ফের পরিচালনায় ফিরছেন করণ জোহর। করণের কামব্যাকের খবর এতদিন বলিউড ইন্ডাস্ট্রির আনাচে কানাচে শোনা যাচ্ছিল। নিজে অফিশিয়ালি সে খবর শেয়ার করে করণ টুইট করেন, ‘এটা নতুন জার্নির শুরু আর আমার বাড়ি ফেরার রাস্তা। আমার প্রিয় জায়গায় ফেরার সময় হয়েছে। ক্যামেরার লেন্সের পিছন থেকে ভালবাসার গল্প তৈরি করার সময় হয়েছে’। তিনি আরও জানান, এই গল্পটা তাঁর কাছে অত্যন্ত স্পেশাল। পরিবার এবং প্রেমের গল্প।
আরও পড়ুন, ঋতুপর্ণা এবং যিশুকে কেন ধন্যবাদ জানালেন দেব?