এক বছরও কাটল না, বিয়ে নাকি ভাঙতে চলেছে নয়নতারার; স্বামী বিঘ্নেশকে আলফলো সামাজিক মাধ্যমে
Nayanthara Marriage Problems : কয়েকদিন আগের ঘটনা। এ বছর ভ্যালেন্টাইন্স ডে-র দিন (১৪ ফেব্রুয়ারি) বিঘ্নেশের উদ্দেশে একটি রোম্যান্টিক পোস্ট করেছিলেন নয়নতারা। সেই পোস্টে তিনি লিখেছিলেন, "তোমাকে আমি কতখানি ভালবাসি, তা তুমি কোনওদিনই বুঝতে পারবে না। কিন্তু আমি প্রতিদিনই তোমাকে আমার সেই ভালবাসার আঁচ ছোঁয়াব। দশ বছর তোমার সঙ্গে আমার এই জার্নি দারুণ।"

ঠিক ১২ ঘণ্টা আগে (প্রতিবেদনটি প্রকাশের সময় অনুযায়ী) তাঁর স্বামী দক্ষিণী পরিচালক বিঘ্নেশ শিবনকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন দক্ষিণেরই সুপারস্টার অভিনেত্রী নয়নতারা। গত বছর শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ ছবিতে কাস্ট করা হয় নয়নতারাকে। সেটিই ছিল নয়নতারার বলিউডের প্রথম ছবি। এবার তাঁর ব্যক্তিগত জীবনের কারণে লাইমলাইটে এসেছেন নয়নতারা। স্বামীকে আনফলো করার এই ঘটনা ভাইরাল হয়ে গিয়েছে। কেবল তাই নয়, এক ইঙ্গিতবাহী পোস্টও করেছেন নয়নতারা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “সারা জীবন ধরে মেয়েটি কান্না ভেজা চোখে বলে যাবে, ‘আমি বুঝেছি’।”
কয়েকদিন আগের ঘটনা। এ বছর ভ্যালেন্টাইন্স ডে-র দিন (১৪ ফেব্রুয়ারি) বিঘ্নেশের উদ্দেশে একটি রোম্যান্টিক পোস্ট করেছিলেন নয়নতারা। সেই পোস্টে তিনি লিখেছিলেন, “তোমাকে আমি কতখানি ভালবাসি, তা তুমি কোনওদিনই বুঝতে পারবে না। কিন্তু আমি প্রতিদিনই তোমাকে আমার সেই ভালবাসার আঁচ ছোঁয়াব। দশ বছর তোমার সঙ্গে আমার এই জার্নি দারুণ।”
২০২৩ সালের ৯ জুন বিয়ে করেছিলেন নয়নতারা-বিঘ্নেশ। চেন্নাইয়ের মহাবালিপুরমে বসেছিল বিয়ের আসর। সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সেই বিয়েতে উপস্থিত ছিলেন দেশের তাবড় তারকারা। রজনীকান্ত থেকে শুরু করে শাহরুখ খান, বিজয় সেতুপতি সকলেই উপস্থিত ছিলেন সেই বিয়েতে। বিয়ের ঠিক পরপরই যমজ পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন নয়নতারা-বিঘ্নেশ। সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম হয়েছে তাঁদের।





