‘ইন্ডিয়ান আইডল’ জিতে মানসীর ঘরে ২৫ লাখ, ভাই-বোনে রেষারেষি কেমন?
শ্রেয়া ঘোষালের মা মানসীকে বলেছেন, 'তুমি অনেক দূর যাবে'। ললিত পণ্ডিত আর শানের সঙ্গে মানসীর বলিউড ডেবিউ হয়েছে। কোন ছবিতে আসবে সেই গান, সেটা অবশ্য দেখতে হবে। বাদশার সঙ্গে মানসী জুটি বেঁধে কোনও কাজ করতে পারেন, সেটা জানা গেল।

‘ইন্ডিয়ান আইডল’ জিতলেন ঘরের মেয়ে। বাংলার মেয়ে বাকি সব প্রতিযোগীকে হারিয়ে ২৫ লাখ টাকা পেলেন। তাঁর মা কেঁদে ফেলেন মানসীর জেতার মুহূর্তে। মানসী বলেন, ‘প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না কী অনুভূতি। অবশ্য়ই ভীষণ খুশি হয়েছি’। বড় কথা হলো, শ্রেয়া ঘোষাল, বাদশার মতো বিচারকরা ছাড়াও বলিউডের তাবড় প্রযোজক-পরিচালকদের নজর এখন মানসীর দিকে। প্রতি বছর এমন প্রতিযোগিতায় কোন প্রতিযোগী জিতবেন, তার দিকে নজর থাকে সকলের। তবে তিন-চার বছরের মধ্যেই অধিকাংশ হারিয়ে যান। প্লেব্যাক সিঙ্গিংয়ে যে আলোড়ন তুলতে পারেন সকলে, সেটাও নয়। তবে মানসীকে নিয়ে আশায় বুক বাঁধছেন বাঙালিরা। শ্রেয়া ঘোষালের মা মানসীকে বলেছেন, ‘তুমি অনেক দূর যাবে’। ললিত পণ্ডিত আর শানের সঙ্গে মানসীর বলিউড ডেবিউ হয়েছে। কোন ছবিতে আসবে সেই গান, সেটা অবশ্য দেখতে হবে। বাদশার সঙ্গে মানসী জুটি বেঁধে কোনও কাজ করতে পারেন, সেটা জানা গেল।
মানসী প্রথম হলেন বাংলারই ছেলে শুভজিত্ চক্রবর্তীকে হারিয়ে। মানসী আর শুভজিতের সম্পর্ক ভাই-বোনের মতো হয়ে গিয়েছে। কিছুদিন আগে দু’জনে TV9 বাংলাকে একটা সাক্ষাত্কার দিয়েছিলেন। তখন তাঁদের প্রশ্ন করা হয়েছিল, আপনাদের রেষারেষির সম্পর্ক নাকি ভালোবাসার? প্রশ্নের উত্তরে মানসীর পাশে দাঁড়িয়ে শুভজিত্ খোলসা করেন, ‘মানসীদিকে পাঁচ বছর ধরে চিনি। আগে একটা শো-তে ছিলাম। দু’টো শোয়ে এতদিন একসঙ্গে থাকার জন্য একটা বন্ডিং তো আছেই। সত্যি ভাই-বোনের মতো সম্পর্ক। রিয়্যালিটি শোয়ের ময়দানে ওঁকে প্রতিযোগী হিসাবে দেখেছি। কিন্তু বোন বলে সত্যি মনে করি।’





