AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অরিজিতা কি তৃপ্ত? অল্প বয়সে ‘বাবুর মা’ হয়ে সত্যিই কি তিনি খুশি?

Arijita Mukherjee: সিরিয়ালের পর্দায় ২৫ বছরের নায়কের মায়ের চরিত্রে অভিনয় করেন ৩৩ বছর বয়সি অভিনেত্রী। পর্দায় তাঁকে মায়ের চরিত্রটা অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে। তাতে কি মনে কোনও ক্ষোভ রয়েছে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ের? বিষয়টা তিনি খোলসা করে দিলেন TV9 বাংলার কাছে।

অরিজিতা কি তৃপ্ত? অল্প বয়সে 'বাবুর মা' হয়ে সত্যিই কি তিনি খুশি?
অরিজিতা মুখোপাধ্যায়।
| Updated on: May 12, 2024 | 12:58 PM
Share

স্নেহা সেনগুপ্ত

আজ মাতৃ দিবস। ১২ মে। এই মুহূর্তে যা মাকে নিয়ে ভীষণ চর্চা এবং মিমের ছড়াছড়ি সে হল, ”বাবুর মা’। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে কৃষ্ণার চরিত্রে অভিনয় করছেন অরিজিতা। নায়ক বাবুর মায়ের নাম কৃষ্ণা। এ দিকে নায়ক অভিনেতা রুবেল দাস এবং অরিজিতা প্রায় সমবয়সি দুই শিল্পী। এত অল্প বয়সে পর্দায় মা হওয়ার প্রস্তাবে কেন রাজি হলেন অরিজিতা, ‘মোটা’ বলে? এই নিয়ে মাতৃদিবসে সত্যি কথা বললেন অরিজিতা।

প্রশ্ন: আপনি যে বাবুর মা হিসেবে এত ভাইরাল, বিষয়টাকে কীভাবে এনজয় করছেন?

অরিজিতা: বাবুর মা হয়ে যে মানুষের মন জয় করতে পেরেছি, তাতে আমি খুবই খুশি হয়েছি। আমি ফেসবুক থেকে বেরিয়ে গিয়েছি। তাই বাবুর মাকে নিয়ে তামঝাম দেখতে পাই না। কিন্তু শুনতে পাই আলোচনা হয়।

প্রশ্ন: ফেসবুক থেকে বেরিয়ে যাওয়ার কারণ কি অতিরিক্ত ট্রোলিং?

অরিজিতা: তেমন নির্দিষ্ট কোনও কারণ নেই। মনে হল ইনস্টাগ্রামটা বেশি আপডেটেড একটা সমাজিক মাধ্যম, তাই আর কী।

প্রশ্ন: আপনার বয়স কত এখন?

অরিজিতা: হা হা। আমার এখন ৩৩। অভিনেত্রী হয়ে বয়েস লুকোই না। ওটা আমার গর্বের জায়গা।

প্রশ্ন: ৩৩শের অনেক আগে থেকেই মা-জেঠিমার চরিত্রে অভিনয় করছেন… সেটা কি চেহারার কারণে?

অরিজিতা: তা করছি। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে চরিত্রের গুরুত্ব কতখানি, সেটা ম্যাটার করে। বাকি কিছুই ম্যাটার করে না জানেন।

প্রশ্ন: ‘নিম ফুলের মধু’তে আপনি নায়িকার শাশুড়ি। নায়কের মা। আপনি বাবুর মা…

অরিজিতা: চরিত্রটা যখন আমাকে ব্রিফ করা হয়েছিল, বুঝেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র সেটি। ‘নিম ফুলের মধু’র মধ্যে তেঁতোটা আমি। কৃষ্ণা (চরিত্রটার নাম)-র বিয়ে হয় ছোট বয়সে। পরপর তিনটে গর্ভপাতের পর বাবু (নায়ক)-র জন্ম। অথর ব্যাকড একটা চরিত্র। কালো না, সাদাও না। ভাল-মন্দ মিলিয়ে। যেটা বাস্তবে হয় আরকী।

প্রশ্ন: আপনার শরীরের গড়ন একটু ভারীর দিকে, সেই কারণেই কি এত অল্প বয়সে মায়ের চরিত্রে অভিনয় করছেন?

অরিজিতা: আমি অভিনেতা। কোথাও মাথার দিব্যি দেওয়া নেই যে, আমাকে আমার বয়সি মহিলার চরিত্রেই অভিনয় করতে হবে। এক দিকে যেমন ‘চুনিপান্না’য় জেঠিমা করেছি, ‘নিম ফুলের মধু’তে বাবুর মায়ের চরিত্রটা করেছি, তেমনই ‘সম্পূর্ণা’ ওয়েব সিরিজ়ে আমার বয়সি মহিলার রোলও করেছি। আমি ‘মিঠাই’ সিরিয়ালে রাজনীতিক প্রমিলা লাহার চরিত্রে অভিনয় করেছিলাম। সেটার কিন্তু নির্দিষ্ট বয়স ছিল না। এবার যদি জিজ্ঞেস করেন, আমি বাবুর মা কেন হতে চাইলাম…

প্রশ্ন: কেন?

অরিজিতা: এই মুহূর্তে যদি মন দিয়ে বাংলা সিরিয়ালের ফরম্যাট খেয়াল করেন, তা হলে দেখতে পাবেন, হিরোইনদের গঠন একরকম। আমি হিরোইন মেটিরিয়াল নই। আমি যদি হিরোইন না হই, তা হলে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, সেটা দেখি। বাবু (রুবেল) আর বাবুর মায়ের বয়সের ব্যবধান খুব একটা নয়। আমি কেন বাবুর মা হলাম…? কারণ নায়িকার পর ওটাই গুরুত্বপূর্ণ চরিত্র। কৃষ্ণাকে ঘিরেই নানা ঘটনা চিত্রনাট্যে। আর বড় চেহারার একটা সুবিধা আছে। পাওয়ারফুল চরিত্র পাওয়া যায়। ছোট থেকেই আমি লম্বা-চওড়া। ছোটবেলায় রানির চরিত্রই করেছিলাম নাটকে। কারণ, রোগা ভিখাড়িনী আঁতুড় বালিকা আমাকে মানায় না। ফলে বাবুর মা হতেও আমার আপত্তি ছিল না। বরং চরিত্রটা করে আমি খুবই স্যাটিসফায়েড!