জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অভিনয় জগতে যিনি দাপটের সঙ্গে রাজত্ব করে এসেছেন বছরের পর বছর। ড্রইং রুমে ছিল যাঁর নিত্য বাস, সেই জয়জিৎ গত কয়েক দিনে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন। এবার ইন্ডাস্ট্রি সূত্রে খবর বেশ কিছুদিন আগেই নাকি ঘর ভেঙেছে অভিনেতা। পথচলা আলাদা হয়েছে জয়জিৎ-শ্রেয়ার। হয়ে গিয়েছে নাকি বিবাহ বিচ্ছেদ। সত্যি কি তাই! আলাদাই থাকছেন তাঁরা? খবরটা গোপনেই রেখেছিলেন? TV9 বাংলা অভিনেতার সঙ্গে যোগাযোগ করলেই তিনি খানিক চুপ। কিছুটা ধাতস্থ হয়ে জয়জিৎ বললেন, ‘কী বলছেন? কোথা থেকে শুনলেন বলুন তো! আমরা এসব ভাবতেই পারি না। সে আমার ব্যক্তি জীবনে যাই ঘটুক না কেন, তাতে রাগ-অভিমান থাকতে পারে, কিন্তু তাই বলে পথচলা আলাদা হবে?’
২০ বছরের সম্পর্ক জয়জিৎ ও শ্রেয়ার। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। বেশ গুছিয়েই করছিলেন সংসার। তবে কেন এমন গুজব (অভিনেতার দাবি)? হাসতে-হাসতে জয়জিৎ বললেন– ‘কত কী তো দেখছি এই বয়সে এসে। ভাললাগে, হাসিও পায়। তবে খারাপও লাগে মাঝে মাঝে, কেন এসব কথা? কেন এসব রটবে বলুন? ২০ বছরের সংসারে মান-অভিমান, রাগ সবই তো থাকতে পারে, এটার নামই তো সংসার। স্ত্রী যদি অভিমান করে দু’দিন মাসির বাড়ি গিয়ে ওঠে, তবে সেটাকে বিবাহ বিচ্ছেদ বলে? কোন সংসারে এটুকু অভিমান থাকে না বলুন তো? এটা খুব স্বাভাবিক একটা ঘটনা।’
সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ নিয়েও মন্তব্য করতে পিছপা হলেন না জয়জিৎ, বললেন– ‘আমি আর পাঁচ জনের থেকে আলাদা নই। খুব সাধারণ একটা মানুষ। খুব বেশি আমায় নিয়ে কথা হোক পছন্দ করি না। তাই আমার নামে মিথ্যে খবর রটলেও খুব একটা মাথা ঘামাই না, যতক্ষণ না তা আমার পরিবারে প্রভাব ফেলছে। সময় পাল্টেছে, সোশ্যাল মিডিয়ায় এখন যা ইচ্ছে তাই বলা যায়, লেখা যায়, সবটাই আমার মনে হয় সময় বা যুগের সাইড এফেক্ট। আমি-আমরা ভাল আছি। এটুকুই বলতে পারি। বুঝি না, মানুষ ঘর ভাঙার খবর পেতে কেন এত ভালবাসে? মানুষের গায়ে অকারণে কাদা ছেটাতে কেন ভালবাসে, বুঝি না। যে যাই বলে থাকুক না কেন, বিশ্বাস করুন, আমার সংসারটা এখনও আছে। থাকবেও আশা করি।’