AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kajol: জীবনের কঠিনতম পরীক্ষার মুখোমুখি কাজল, নিলেন এই বড় সিদ্ধান্ত, দিশেহারা ভক্তরা

Kajol: শুক্রবারের বিকেল। আচমকাই কাজলের এক পোস্টে উত্তাল নেটপাড়া। ইনস্টাগ্রামে কালো-সাদায় লেখা সেই পোস্ট। সঙ্গে একটি ক্যাপশন। দিশেহারা ভক্তরা।

Kajol: জীবনের কঠিনতম পরীক্ষার মুখোমুখি কাজল, নিলেন এই বড় সিদ্ধান্ত, দিশেহারা ভক্তরা
কাজল।
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 4:36 PM
Share

শুক্রবারের বিকেল। আচমকাই কাজলের এক পোস্টে উত্তাল নেটপাড়া। ইনস্টাগ্রামে কালো-সাদায় লেখা সেই পোস্ট। সঙ্গে একটি ক্যাপশন। দিশেহারা ভক্তরা। তাঁদের একটাই প্রশ্ন, “হলটা কী?” কী এমন করেছেন কাজল যে হচ্ছে এত চর্চা? ইনস্টাগ্রামে প্রায় ১৪ মিলিয়ন অনুরাগী নিয়ে রাজত্ব ছিল নায়িকার। নিত্যদিন সেখানে ভেসে আসত তাঁর রোজকারের আপডেট। কখনও মেয়ে নাইসা, ছেলে যুগ আবার কখনও বা অজয় দেবগণের সঙ্গে তাঁর মিষ্টি ছবিতে বুঁদ হয়ে থাকতেন নেটিজেন। কিন্তু আচমকাই কাজল ঘোষণা করলেন সব ধরনের সামাজিক মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিতে চলেছেন তিনি। হালফিলের ভাষায় যাকে বলে ‘সোশ্যাল ডিটক্স’। কাজল লেখেন, “জীবনের সবচেয়ে কঠিনতম পরীক্ষার মুখোমুখি আমি। সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিচ্ছি।” এখানেই কিন্তু শেষ নয়, ইনস্টাগ্রামে এ যাবৎ যা পোস্ট করেছিলেন সে সব কিছুই মুছে দিতে দেখা যায় তাঁকে। এর পরেই ভক্তদের মাথায় হাত। এক অনুরাগী লেখেন, “কী বলছেন? আপনার কি ব্যক্তিগত জীবনে কিছু হয়েছে?

এখানেই শেষ নয়, আর এক অনুরাগী লেখেন, “জানি না কেন, এই সিদ্ধান্ত নিলেন আপনি, বা কী কারণে নিত্যে বাধ্য হলেন। কিন্তু জেনে রাখুন, আপনার ভক্তরা কিন্তু আপনাকে ভীষণ ভালবাসে। আপনার সেই মনমুগ্ধকর ক্যাপশন আমরা মিস করব। মিস করব সেই সব মিষ্টি পোস্টও। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা জানাই।” কাজল জানিয়েছেন তিনি ব্রেক নিচ্ছেন, মানে সাময়িক বিরতি। তাই ভক্তরা আশাবাদী, তিনি আবারও ফিরে আসবেন। তাই আপাতত, পরীক্ষা ছাড়া আর কী বা করার আছে তাঁদের? হালফিলে সেলেবদের ক্ষেত্রে সোশ্যাল ডিটক্স নতুন কিছু নয়, এর আগেও অনেকেই নিয়েছে এ হেন সিদ্ধান্ত, কাজল নতুন নন, কেউ ফিরে এসেছেন। কেউ ফিরে আসেননি। কাজল কী করেন, এখন সেটাই দেখার।

View this post on Instagram

A post shared by Kajol Devgan (@kajol)