AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কলকাতায় এসে দক্ষিণেশ্বর মন্দিরে কাজল, কোন সুখবর অপেক্ষায়?

পরিচালক বিশাল পুরিয়ার আসন্ন ছবি ‘মা’-তে কাজলকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। ছবিতে রয়েছেন অভিনেত্রী রূপকথা চক্রবর্তীও। যিনি কাজলকে বাংলা শেখাতে সাহায্য করেছেন। রূপকথা এই প্রজেক্টে এক ভূতের চরিত্রে অভিনয় করছে, যার জন্য প্রতিদিন প্রায় চার ঘণ্টা প্রস্থেটিক মেকআপ করতে হতো তাকে।

কলকাতায় এসে দক্ষিণেশ্বর মন্দিরে কাজল, কোন সুখবর অপেক্ষায়?
| Edited By: | Updated on: May 22, 2025 | 1:30 PM
Share

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় কাজল অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। বুধবার রাতেই কলকাতায় পা রেখেছেন তিনি। বলিউড তারকা কাজল বলে কথা। তাঁর আগামী ছবি ‘মা’-র জন্যে শহরে এসেছেন তিনি। ছবির প্রচার শুরুর আগে মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে হাজির হন অভিনেত্রী। পরনে ছিল পিচ রঙের শাড়ি, বাঙালি সাজে বরাবরের মতোই নজর কাড়লেন নায়িকা।

সাত সকালে সেই প্রিয় স্টারকে একবার চোখের দেখা দেখতেই ভিড় জমল দক্ষিণেশ্বর চত্বরে। হঠাৎ করে চোখের সামনে কাজলকে দেখে দর্শনার্থীরা আবেগে ভেসে যান। অনেকেই ছবি তুলতে ও কাছে যেতে চান, ফলে কাজলের দেহরক্ষীদের পরিস্থিতি সামলাতে বেশ কিছুটা বেগ পেতে হয়। মন্দিরে পুজো দেওয়ার পরে কাজল সেখানে কিছু সময় অনুরাগীদের সঙ্গে কাটিয়ে বিমানবন্দরের পথে রওনা দেন।

পরিচালক বিশাল পুরিয়ার আসন্ন ছবি ‘মা’-তে কাজলকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। ছবিতে রয়েছেন অভিনেত্রী রূপকথা চক্রবর্তীও। যিনি কাজলকে বাংলা শেখাতে সাহায্য করেছেন। রূপকথা এই প্রজেক্টে এক ভূতের চরিত্রে অভিনয় করছে, যার জন্য প্রতিদিন প্রায় চার ঘণ্টা প্রস্থেটিক মেকআপ করতে হতো তাকে। সেই মেকআপ তুলতে সময় লাগত আরও দু’ঘণ্টা। আগামী সপ্তাহেই মুক্তি পাবে এই ছবির প্রথম ঝলক। তার আগে সব কিছু যেন মঙ্গলময় হয়— সেই আশীর্বাদ চাইতেই এদিন দক্ষিণেশ্বরে হাজির হন বলিউডের জনপ্রিয় নায়িকা। ২৭ জুন ছবির মুক্তি।