AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শত্তুরের মুখে ছাই’! অগ্নিসাক্ষী করে বিয়ে করলেন কাঞ্চন-শ্রীময়ী

Kanchan-Shreemoyee: নিজের বিয়ের বেনারসীর ডিজাইন নিজেই করেছিলেন শ্রীময়ী। লাল বেনারসী ও ভারী গয়নায় সেজে কাঞ্চনকে করে নিলেন আপন। যাবতীয় সমালোচনা থেকে নিজেকে সরিয়ে রেখে শ্রীময়ীর হলেন কাঞ্চন।

'শত্তুরের মুখে ছাই'! অগ্নিসাক্ষী করে বিয়ে করলেন কাঞ্চন-শ্রীময়ী
অগ্নিসাক্ষী করে বিয়ে করলেন কাঞ্চন-শ্রীময়ী। ছবি- Birdlens Creation
| Updated on: Mar 02, 2024 | 9:46 PM
Share

তাঁদের নিয়ে এ যাবৎ সমালোচনা কিছু কম হয়নি। কখনও পরকীয়ার অভিযোগ, আবার কখনও বা বয়সের ফারাক নিয়ে মন্তব্য। তবে তাঁরা ছিলেন প্রেমে, তাঁরা ছিলেন ভালবাসায়। সেই মতোই এ দিন সন্ধে গড়াতেই কাঞ্চনকে আজন্মের জন্য আপন করলেন শ্রীময়ী চট্টরাজ। পরিবারের প্রিয়জন ও টলিউড থেকে হাতে গোনা কয়েকজনের উপস্থিতিতেই বিয়ে সারলেন ওঁরা। নিজের বিয়ের বেনারসীর ডিজাইন নিজেই করেছিলেন শ্রীময়ী। লাল বেনারসী ও ভারী গয়নায় সেজে কাঞ্চনকে করে নিলেন আপন। যাবতীয় সমালোচনা থেকে নিজেকে সরিয়ে রেখে শ্রীময়ীর হলেন কাঞ্চন।

১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। শ্রীময়ী দাবি করেছিলেন পুরোটাই নাকি ছিল সারপ্রাইজ। বিয়ে যে করবেন তা নাকি আগে থেকে ঠিকই ছিল না। বিয়ের কথা চললেও, তারিখ-টারিখ আগে থেকে জানতেন না। সব প্ল্যানই ছিল নাকি কাঞ্চনের। রাজকীয় ভাবে তিনিই সেদিন করেছিলেন প্রপোজ। পাশেই ঘরেই অপেক্ষা করছিলেন ম্যারেজ রেজিস্টার। শ্রীময়ী রাজি হতেই আর দেরি করেননি কেউই। তবে সে তো গেল আইনি বিয়ে। ২৬ বছরের তরুণী শ্রীময়ীর ইচ্ছে ছিল সব নিয়ম মেনেই বিয়ে করার। এত কম সময়ে তা আদপে সম্ভব হবে কিনা সে নিয়ে চিন্তাতেও ছিলেন খুবই। তবে গায়ে হলুদ, মেহেন্দি থেকে সাতপাক, সিঁদুরদান, সব কিছু মিটেছে ভালভাবেই।

আগামী ৬ মার্চ কলকাতার এক ঐতিহ্যবাহী হোটেলে বসবে রিসেপশন। টলিপাড়াতেও পৌঁছেছে আমন্ত্রণ। নতুন জীবন শুরু করলেন ওঁরা। আগামী দিনে তাঁদের জন্য রইল অনেক শুভেচ্ছা।