প্রাক্তন স্বামীর মৃত্যুর ১৯ দিনের মধ্যেই করিশ্মার জীবনে বড় খবর, কী ঘটছে কাপুর খানদানে?
সেই শোক কাটার আগেই করিশ্মার জীবনে বড় খবর। বলা ভাল খুশির খবর। যা কিনা করিশ্মার শুধু নয়, করিনার জীবনকেও পালটে দিতে চলেছে।

১২ জুন আচমকাই প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরকে চিরদিনের মতো হারিয়েছেন করিশ্মা কাপুর। স্বামীকে শেষশ্রদ্ধা দিতে গিয়ে ভেঙে পড়েছিলেন করিশ্মা, সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। সেই শোক কাটার আগেই করিশ্মার জীবনে এল বড় খবর। বলা ভাল খুশির খবর। যা কিনা করিশ্মার শুধু নয়, করিনার জীবনকেও পালটে দিতে চলেছে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি করিনা কাপুরের একটি সাক্ষাৎকার ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। যেখানে করিনা জানান, তাঁর বাবা রণধীর কাপুর এবং ববিতা ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ববিতা ও রণধীর জানিয়ছেন, আর যে কটা দিন তাঁরা বেঁচে থাকবেন, হাতে হাত রেখে একসঙ্গে থাকবেন।
সালটা ১৯৮৮ সাল। করিশ্মা ও করিনা তখন অনেক ছোট। দুই মেয়ের হাত ধরে কাপুর পরিবার থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী ববিতা। জানা যায়, কাপুর ফ্যামিলি কড়া নির্দেশ ছিল, ববিতা যেন সিনেমায় অভিনয় করা ছেড়ে দেন। তবে শ্বশুরবাড়ির এই নির্দেশ মানতে নারাজ ছিলেন ববিতা। আর সেই কারণেই দুই মেয়েকে নিয়ে বেরিয়ে আসেন। করিশ্মা ও করিনাকে প্রায় একাই বড় করেন ববিতা। তবে রণধীরের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি তাঁর। থাকতেন আলাদা। পুরনো সেই দিনের কথাকে ভুলে এবার ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ববিতা। করিনা ও করিশ্মা দুজনেই জানিয়েছেন, মা-বাবার এই সিদ্ধান্ত সত্যিই অনুপ্রাণিত করে। ভালবাসাই যে যেকোনও সম্পর্কের ভিত, তা ফের প্রমাণ করল মা-বাবার ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত।

