মায়ের মৃত্যুর ৫ দিনের মাথায়…কৌশাম্বীর কথা শুনলে চোখে জল আসবে
Kaushambi Chakraborty: অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে বর্তমানে পারমিতা নামেই জানেন সবাই। 'ফুলকি' সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র নজর কেড়েছে সকলের। 'মিঠাই' সিরিয়াল থেকে আলোচনা শুরু হয় তাঁকে নিয়ে। তার পর আদৃত রায় এবং তাঁর সম্পর্ক নিয়েও আলোচনা কম হয়নি। চলতি বছরের মে মাসে বিয়ে করেন যুগলে। সময়টা ভালই যাচ্ছিল। আচমকাই ঘটে ঘটনা।
অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে বর্তমানে পারমিতা নামেই জানেন সবাই। ‘ফুলকি’ সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র নজর কেড়েছে সকলের। ‘মিঠাই’ সিরিয়াল থেকে আলোচনা শুরু হয় তাঁকে নিয়ে। তার পর আদৃত রায় এবং তাঁর সম্পর্ক নিয়েও আলোচনা কম হয়নি। চলতি বছরের মে মাসে বিয়ে করেন যুগলে। সময়টা ভালই যাচ্ছিল। আচমকাই ঘটে ঘটনা।
বিয়ের কয়েক মাসের মাথায়ই মা-কে হারান অভিনেত্রী। মা চলে যাওয়ার কয়েক মাস পার হয়ে গেলেও মনের ঘা এখনও দগদগে। সময় সব কিছুকে ভুলিয়ে দেয়। প্রলেপ ফেলে। কিন্তু কাছের মানুষকে হারালে তার প্রলেপ পড়া খুবই কঠিন। তাই তো মা-কে হারানোর কয়েক মাস পড়েও প্রতি মুহূর্তে তাঁকে মিস করেন কৌশাম্বী। সম্প্রতি ‘টলি টাইম’-কে দেওয়া একটি সাক্ষাত্কারে সে কথাই বললেন অভিনেত্রী।
কৌশাম্বী বলেন, “মায়ের হাত ধরেই প্রথম আমার স্টুডিয়োয় আসা। সেখানে আজ পৃথিবীতে সেই মানুষটাই নেই। কাছের মানুষকে হারিয়ে আমি উপলব্ধি করেছি এটা সত্যিই যে যাই ঘটুক না কেন জীবনে সেই এগিয়ে যেতেই হয়। সময়ের সঙ্গে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। মায়ের জোরেই আমি হয়তো এই ঘটনার ৫ দিনের মাথায় স্টুডিয়োয় শুটিংয়ে ফিরি। বাবা প্রতিদিন আমায় বলেন, মা সব সময় চাইতেন আমি যেন মন দিয়ে কাজটা করি। আসলে পরিবার থেকে প্রথমে একটু বাধা ছিল অভিনয় করা নিয়ে। কিন্তু মা সব সময় আমায় সাপোর্ট করে গিয়েছে। তাই মায়ের কথা ভেবেই মনের জোর পাই।” উল্লেখ্য,অভিনেত্রীর দাবি এখন তিনি অনেক বেশি দায়িত্বশীল। দুই পরিবারকে সামলাতে হচ্ছে। তিনি এই মুহূর্তগুলোও উপভোগ করছেন।