AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তোরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলি!’ দেব-শুভশ্রীকে কেন এমন বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

যে ২০১৫ সালে তৈরি হওয়া দেব-শুভশ্রী জুটির ধূমকেতু মুক্তি পাচ্ছে চলতি মাসে। সেদিন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। যেখানে দেব যাচ্ছেন, সেখানেই প্রশ্ন, তাহলে কি সব অভিমান মিটিয়ে ফের সিনেপর্দায় অন্যান্য জুটিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে দেব-শুভশ্রী জুটি?

'তোরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলি!' দেব-শুভশ্রীকে কেন এমন বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
| Updated on: Aug 04, 2025 | 10:29 PM
Share

একেবারে ম্যাজিকের মতো! হ্যাঁ, সোমবার নজরুল মঞ্চে ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চে দেব-শুভশ্রী জাদুতে বুঁদ হল তাঁর ভক্তরা। শহর কলকাতা দেখল এক ঐতিহাসিক মুহূর্ত। যেখানে ৯ বছর পর পাশাপাশি এলেন বাংলা সিনেমার সুপারহিট জুটি দেব-শুভশ্রী। নাচলেন, গাইলেন, তাঁর উজাড় করলেন মনের কথা। আর সেই কথার ফাঁকেই দেব-শুভশ্রী এমন এক কথা বলে ফেললেন, যা কিনা ‘বিপদ’ ডেকে আনতে পারে তাঁদের জীবনে। অন্তত, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এমনটাই মনে করছেন।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। যেদিন থেকে খবর গেল রটে, যে ২০১৫ সালে তৈরি হওয়া দেব-শুভশ্রী জুটির ধূমকেতু মুক্তি পাচ্ছে চলতি মাসে। সেদিন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। যেখানে দেব যাচ্ছেন, সেখানেই প্রশ্ন, তাহলে কি সব অভিমান মিটিয়ে ফের সিনেপর্দায় অন্যান্য জুটিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে দেব-শুভশ্রী জুটি? শুধু দেবই নয়, শুভশ্রীর কাছেও রাখা হত এই একই প্রশ্ন! আর দুজনের মুখেই একই উত্তর, ভাল চিত্রনাট্য হলে, কেন নয়!

সোমবারও এই একই প্রশ্ন গেল পাশাপাশি বসে থাকা দেব-শুভশ্রীর কাছে। আর এবার তাঁরা তাঁদের উত্তরের সঙ্গে জুড়লেন কৌশিক গঙ্গোপাধ্যায়কে। দেব তো বলেই ফেললেন, আমকা কি ছবি করব? কৌশিকদা তো বুম্বাদা আর জয়া আহসানকে ছাড়া আর কাউকে চেনেন না! কবে আমাদের সঙ্গে কাজ করেছে, তারপর তো দাদা আমাদের ভুলেই গিয়েছে!

দেবের এমন উড়ে আসা সিক্সার উত্তরকে ক্য়াচ করলেন ধূমকেতু পরিচালক। তারপরই একেবারে সুপারহিট উত্তর। কৌশিক স্পষ্ট জানালেন, তোরা এবার নিজেরাই, নিজেদের বিপদ ডেকে আনলি। এরপর তোদের একসঙ্গে কাজ করতেই হবে। তোদের জন্য চিত্রনাট্য তৈরি করছি আমি। তোদের কিন্তু কাজ করতেই হবে।

দেব-শুভশ্রীকে নিয়ে বরাবরই উত্তেজনার পারদ তুঙ্গে। জুটি বেঁধে তাঁরা বাংলা ছবির বক্স অফিসকে একসময় আলো করে রাখত। কিন্তু ব্যক্তিগত নানা কারণে সেই জুটি বেঁধে যায়। তবে সোমবার ৯ বছর পর দেব-শুভশ্রীকে পাশাপাশি এসে যখন দাঁড়ালেন, তখন সম্পর্কের বরফ গলল। দুজনেই , দুজনের দিকে বাড়িয়ে দিলেন বন্ধুত্বের হাত। সেই বন্ধুত্বকেই হয়তো ফের ফ্রেমে বন্দি করতে এবার তৎপর হবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। হয়তো ফের দেখা মিলবে ধূমকেতু জুটির।