AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Khan: শাহরুখের বাড়িতে ঢুকে পড়ল পথ কুকুর! দেখতে পেয়েই বড় নির্দেশ কিং খানের

Shahrukh Khan on Street Dogs: সম্প্রতি বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন নির্দেশ দেন, দিল্লি ও সংলগ্ন এলাকার সব পথকুকুরকে লোকালয় থেকে সরিয়ে ফেলতে হবে। তাদের পাঠাতে হবে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে। এই রায়ের পরই মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে নানা মহলে।

Shahrukh Khan: শাহরুখের বাড়িতে ঢুকে পড়ল পথ কুকুর! দেখতে পেয়েই বড় নির্দেশ কিং খানের
| Updated on: Aug 28, 2025 | 2:19 PM
Share

পথকুকুরদের সরানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে দেশ জুড়ে বিরুপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বহু পশুপ্রেমীই রাস্তা থেকে কুকুরদের সরিয়ে দেওয়ার নির্দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি রাজধানী দিল্লিতে পথকুকুরের কামড়ে আতঙ্ক ছড়ায়। ছড়ায় জলাতঙ্ক (RABIES)।কুকুরের কামড়ে আহতও হন বেশ কয়েকজন। সম্প্রতি বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন নির্দেশ দেন, দিল্লি ও সংলগ্ন এলাকার সব পথকুকুরকে লোকালয় থেকে সরিয়ে ফেলতে হবে। তাদের পাঠাতে হবে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে। এই রায়ের পরই মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে নানা মহলে। এমনকী, এই ঘটনায় মুখ খুলেছেন বলিউডের সেলিব্রিটিরা। আর তারই মাঝে অন্যচিত্র দেখা গেল শাহরুখের মন্নতে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, শাহরুখের মন্নতের ভিতর একটি পথ কুকুর প্রবেশ করে। তারপর সেখানেই মাথা গুজে শুয়ে রয়েছে।

এই মুহূর্তে শাহরুখের মন্নতে কাজ মেরামতির কাজ চলছে। আর সেখানেই এসেছে পথ কুকুরটি। জানা গিয়েছে, এই খবর ঘনিষ্ঠদের মারফত গিয়েছে শাহরুখের কানে। শাহরুখ নাকি বলেছেন, পথকুকুর যেন ওখানে থাকে। তাকে বিরক্ত না করতে। শাহরুখের এমন নির্দেশে স্বাভাবিকভাবেই আপ্লুত তাঁর অনুরাগীরা। তিনি যে সত্য়িই বাদশা, তাঁর প্রমাণ দিল এই ঘটনাই।