Kingdom Censor Review: দক্ষিণী ফিল্ম সাম্রাজ্যের সম্রাট বিজয় দেবেরাকোন্ডা, প্রমাণ দিল ‘কিংডম’!
তবে শুধু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, বলিউডেও নজর কেড়েছেন। সেই সুপারস্টার বিজয়ই ফের আসতে চলেছেন সিনেপর্দায়। আগামী ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি কিংডম।

বিজয় দেবেরাকোন্ডা। এক নামেই সিনেমা সুপারহিট। অ্য়াকশন থেকে রোমান্স। কমেডি থেকে একেবারে ঝিনচ্য়াক নায়ক। বিজয় জানেন দর্শকদের মন কীভাবে জিততে হয়। তাঁর প্রমাণ রয়েছে পেল্লি চুপুলু, অর্জুন রেড্ডি, ট্য়াক্সিওয়ালা, গীত গোবিন্দম ছবি। যা কিনা রেকর্ড ব্যবসা করেছিল। তবে শুধু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, বলিউডেও নজর কেড়েছেন। সেই সুপারস্টার বিজয়ই ফের আসতে চলেছেন সিনেপর্দায়। আগামী ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি কিংডম। পরিচালক গৌতম তিন্নানুড়ি।
কয়েকমাস আগেই প্রকাশ্যে এসেছিল এই ছবির টিজার। টিজার দেখেই বোঝা গিয়েছিল, বিজয়ের কিংডম বক্স অফিসকে হাতের মুঠোয় আনতে চলেছে। একাধারে অ্য়াকশন, ফ্যামিলি ড্রামা, অনিরুদ্ধর দুরন্ত আবহসঙ্গীতে কিংডম বিনোদনের টোটাল প্যাকেজ।
Censor Review অনুযায়ী, কিংডম বিজয় দেবেরাকোন্ডার সিনে কেরিয়ারের মাইলফলক হতে চলেছে। শুধু অ্যাকশনেই নয়, ছবি বিজয় যেভাবে ইমোশনাল দৃশ্যে অভিনয় করেছেন, তা এই ছবির ইউএসপি। বিশেষ করে জেলের দৃশ্যগুলোতে বিজয় স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি জাত অভিনেতা। ফিল্ম সমালোচকরা মনে করছেন, বিজয়ের অন্যান্য সব ছবির রেকর্ড ভাঙবে কিংডম।
The gun is loaded And The rage is real 🔥
BLAZING ALL GUNS with a U/A Certificate 💥💥
Let the rampage begin with the #KingdomTrailer today 🌋 #Kingdom #KingdomOnJuly31st @TheDeverakonda @anirudhofficial @gowtam19 @ActorSatyaDev #BhagyashriBorse @dopjomon #GirishGangadharan… pic.twitter.com/qTLheP8qMY
— Sithara Entertainments (@SitharaEnts) July 26, 2025
