AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যৌনতৃপ্তির দৃশ্য করতে কৃতিকে বারণ মায়ের, কোন নায়িকা করেন সেই দৃশ্য?

মাতৃত্বের আনন্দ উপভোগ করার আগেই কিয়ারা 'ওয়ার টু' ছবির কাজ শেষ করে ফেলেছেন। ছবির যে প্রথম ঝলক সামনে এসেছে, সেখানে কিয়ারার বিকিনি লুকে ঝড় উঠেছে। এর আগে দীপিকা পাড়ুকোনের বিকিনি লুক নিয়ে বহু চর্চা হয়েছে। হৃতিক রোশনের সঙ্গে এই ছবি করার পর কিয়ারা বলিউডের প্রথম পাঁচ নায়িকার তালিকায় ঢুকে পড়ার দৌড়েও অনেকটা এগিয়ে গিয়েছেন।

যৌনতৃপ্তির দৃশ্য করতে কৃতিকে বারণ মায়ের, কোন নায়িকা করেন সেই দৃশ্য?
| Edited By: | Updated on: Jun 09, 2025 | 9:05 AM
Share

‘লাস্ট স্টোরিজ’ বলিউডের অন্যতম চর্চিত ওয়েব কনটেন্ট। সেখানে কিয়ারা আদবানি আর ভিকি কৌশলের রসায়ন ছিল চোখে পড়ার মতো। ‘লাস্ট স্টোরিজ’-এর প্রস্তাব প্রথমে গিয়েছিল কৃতি শ্যাননের কাছে। কিন্তু এই কনটেন্টে ফিমেল অর্গ্যাজমের একটা দৃশ্য অত্যন্ত আলোচিত। সেই দৃশ্য আছে শুনেই কৃতিকে এমন চরিত্র করতে বারণ করে দিয়েছিলেন তাঁর মা। যদিও কিয়ারা পিছিয়ে যাননি এমন চরিত্র থেকে।

করণ জোহরের সঙ্গে কিয়ারা আদবানির যোগাযোগ প্রথম থেকেই ভালো। এই চরিত্রটা করতে সাহস করার পর কিয়ারা আরও বেশি করে নজর কাড়তে শুরু করেন। এরপর ক্রমাগত হিট ছবি তাঁর দরজায় কড়া নেড়েছে। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘শেরশাহ’ তাঁদের জীবনের মোড় ঘোরানো কাজ। সেই সময় থেকে একে-অন্যের প্রেমে পড়েন। এরপর বিয়ে করার সিদ্ধান্ত নেন। এখন কিয়ারা সন্তানসম্ভবা।

তবে মাতৃত্বের আনন্দ উপভোগ করার আগেই কিয়ারা ‘ওয়ার টু’ ছবির কাজ শেষ করে ফেলেছেন। ছবির যে প্রথম ঝলক সামনে এসেছে, সেখানে কিয়ারার বিকিনি লুকে ঝড় উঠেছে। এর আগে দীপিকা পাড়ুকোনের বিকিনি লুক নিয়ে বহু চর্চা হয়েছে। হৃতিক রোশনের সঙ্গে এই ছবি করার পর কিয়ারা বলিউডের প্রথম পাঁচ নায়িকার তালিকায় ঢুকে পড়ার দৌড়েও অনেকটা এগিয়ে গিয়েছেন।

এখন তুলনায় পিছিয়ে কৃতি শ্যানন। প্রভাসের সঙ্গে ‘আদিপুরুষ’ তেমন পছন্দ হয়নি দর্শকদের। কিয়ারার হাতে একের পর এক কাজ থাকলেও, সামনে কোনও বড় ছবির মুক্তি নেই। বরং কিয়ারা যেসব চ্যালেঞ্জ নিচ্ছেন, তাতে কৃতিকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারেন।