AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন, থাকতে হয়েছিল কোমায়, ‘আশিকি গার্ল’ অনু এখন ‘সন্ন্যাসী’

| Updated on: Jan 11, 2021 | 8:15 PM
Share
কুমার শানু ব্যাকগ্রাউন্ডে গাইছেন 'ম্যায় দুনিয়া ভুলা দুঙ্গা'। রাহুল রায় লিপ দিচ্ছেন আর বিপরীতে বছর ২১-এর মেয়েটি সমানতালে এক্সপ্রেশন দিয়েই চলেছেন। মনে পড়ছে? ৯০-এর দশকের সুপারহিট ছবি 'আশিকি'র কথা? মেয়েটির নাম অনু আগরওয়াল। প্রথম ছবিতেই যিনি একা দক্ষতায় লাইমালাইট ছিনিয়ে নিয়েছিলেন এক লহমায়।

কুমার শানু ব্যাকগ্রাউন্ডে গাইছেন 'ম্যায় দুনিয়া ভুলা দুঙ্গা'। রাহুল রায় লিপ দিচ্ছেন আর বিপরীতে বছর ২১-এর মেয়েটি সমানতালে এক্সপ্রেশন দিয়েই চলেছেন। মনে পড়ছে? ৯০-এর দশকের সুপারহিট ছবি 'আশিকি'র কথা? মেয়েটির নাম অনু আগরওয়াল। প্রথম ছবিতেই যিনি একা দক্ষতায় লাইমালাইট ছিনিয়ে নিয়েছিলেন এক লহমায়।

1 / 8
কিন্তু খ্যাতি, নামের স্থায়িত্ব খুব বেশি দিন হয়নি অনুর জীবনে। একটা দুর্ঘটনা। আর তাতেই তছনছ হয়ে গিয়েছিল অনুর জীবন। টানা উনত্রিশ দিন থাকতে হয়েছিল কোমায়। গুঁড়িয়ে গিয়েছিল হাড়। বিকৃত হয়ে গিয়েছিল মুখ। হারিয়ে ফেলেছিলেন স্মৃতিশক্তিও। অভিনয় জীবনের কথা মনেও ছিল না তাঁর। নিজের পুরনো ছবি দেখে আঁতকে উঠতেন নিজেই। কেমন আছেন অনু এখন? কী করছেন আজকাল?

কিন্তু খ্যাতি, নামের স্থায়িত্ব খুব বেশি দিন হয়নি অনুর জীবনে। একটা দুর্ঘটনা। আর তাতেই তছনছ হয়ে গিয়েছিল অনুর জীবন। টানা উনত্রিশ দিন থাকতে হয়েছিল কোমায়। গুঁড়িয়ে গিয়েছিল হাড়। বিকৃত হয়ে গিয়েছিল মুখ। হারিয়ে ফেলেছিলেন স্মৃতিশক্তিও। অভিনয় জীবনের কথা মনেও ছিল না তাঁর। নিজের পুরনো ছবি দেখে আঁতকে উঠতেন নিজেই। কেমন আছেন অনু এখন? কী করছেন আজকাল?

2 / 8
১৯৬৯ সালের ১১ জানুয়ারি নয়াদিল্লিতে জন্ম হয়েছিল অনু আগরওয়ালের। পড়াশোনাতেও বেশ ভাল ছিলেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে গোল্ড মেডেলেও পেয়েছিলেন। এর পরেই সুযোগ আসে মডেলিংয়ের ১৯৮৮ সালে 'ইসি বাহানে' ধারাবাহিকের মধ্যে দিয়েই সেলুলয়েডে আত্মপ্রকাশ করেন অনু।

১৯৬৯ সালের ১১ জানুয়ারি নয়াদিল্লিতে জন্ম হয়েছিল অনু আগরওয়ালের। পড়াশোনাতেও বেশ ভাল ছিলেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে গোল্ড মেডেলেও পেয়েছিলেন। এর পরেই সুযোগ আসে মডেলিংয়ের ১৯৮৮ সালে 'ইসি বাহানে' ধারাবাহিকের মধ্যে দিয়েই সেলুলয়েডে আত্মপ্রকাশ করেন অনু।

3 / 8
সেখান থেকে বড় পর্দায় অফার এবং আশিকি। ইন্ডাস্ট্রির অন্যতম সুপারহিট ছবিতে অভিনয়ের সুযোগ পান অনু। এর পর আর পিছনে তাকাতে হয়নি। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার পর হঠাৎই একদিন সব ছেড়ে ছুড়ে বিহার স্কুল অব যোগায় পাড়ি দেন অনু। ইচ্ছে ছিল নায়িকার রংচঙে জীবন ছেড়ে তিনি বন্ধু করবেন যোগাকেই।

সেখান থেকে বড় পর্দায় অফার এবং আশিকি। ইন্ডাস্ট্রির অন্যতম সুপারহিট ছবিতে অভিনয়ের সুযোগ পান অনু। এর পর আর পিছনে তাকাতে হয়নি। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার পর হঠাৎই একদিন সব ছেড়ে ছুড়ে বিহার স্কুল অব যোগায় পাড়ি দেন অনু। ইচ্ছে ছিল নায়িকার রংচঙে জীবন ছেড়ে তিনি বন্ধু করবেন যোগাকেই।

4 / 8
সেখানেই বছর দুয়েক কাটিয়ে শহরে নিজের রেখে যাওয়ার জিনিসের বন্দোবস্ত করতে ১৯৯৯ সালে  মুম্বইয়ে শেষ বারের মতো আসার মনস্থির করেন অনু আগরওয়াল। ভাগ্য তাঁর সহায় হল না। যাত্রাপথেই ভয়ানক পথ দুর্ঘটনার মুখোমুখি হলেন অনু। বাঁচতেন না। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি।

সেখানেই বছর দুয়েক কাটিয়ে শহরে নিজের রেখে যাওয়ার জিনিসের বন্দোবস্ত করতে ১৯৯৯ সালে মুম্বইয়ে শেষ বারের মতো আসার মনস্থির করেন অনু আগরওয়াল। ভাগ্য তাঁর সহায় হল না। যাত্রাপথেই ভয়ানক পথ দুর্ঘটনার মুখোমুখি হলেন অনু। বাঁচতেন না। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি।

5 / 8
সারা শরীরে সেলাই। দেহ জুড়ে অস্ত্রপচার। কোমায় ২৯ দিন। নিজেকে , পরিবারকে, কিছুই চিনতে পারেননি একটা দীর্ঘ সময়। হারিয়ে গিয়েছিলেন মুখের লালিমাও। অবশেষে সমস্ত বাধা পেরিয়ে আবারও নতুন করে বাঁচার অঙ্গীকার করেন অনু আগরওয়াল। ধীরে ধীরে সুস্থ হন। তবে গ্ল্যামার জগতে তাঁর আর ফেরা হয়নি।

সারা শরীরে সেলাই। দেহ জুড়ে অস্ত্রপচার। কোমায় ২৯ দিন। নিজেকে , পরিবারকে, কিছুই চিনতে পারেননি একটা দীর্ঘ সময়। হারিয়ে গিয়েছিলেন মুখের লালিমাও। অবশেষে সমস্ত বাধা পেরিয়ে আবারও নতুন করে বাঁচার অঙ্গীকার করেন অনু আগরওয়াল। ধীরে ধীরে সুস্থ হন। তবে গ্ল্যামার জগতে তাঁর আর ফেরা হয়নি।

6 / 8
তিনি বেছে নিয়েছেন সন্ন্যাসিনীর সাদামাটা, ছিমছাম জীবন। যোগাই তাঁর কাছে এখন ধ্যান। বিভিন্ন জায়গায় যোগা শেখানও তিনি। ২০১৫ সালে প্রকাশিত হয়েছে তাঁর আত্মজীবনী। গ্ল্যামার জীবনের কথা আর মনে পড়ে না তাঁর। মুম্বইয়ে একাই থাকেন।

তিনি বেছে নিয়েছেন সন্ন্যাসিনীর সাদামাটা, ছিমছাম জীবন। যোগাই তাঁর কাছে এখন ধ্যান। বিভিন্ন জায়গায় যোগা শেখানও তিনি। ২০১৫ সালে প্রকাশিত হয়েছে তাঁর আত্মজীবনী। গ্ল্যামার জীবনের কথা আর মনে পড়ে না তাঁর। মুম্বইয়ে একাই থাকেন।

7 / 8
নিজেই একবার বলেছিলেন, 'দুর্ঘটনার পর যখন ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন, হাল ধরেছিল এই যোগাভ্যাসই"। আরব সাগরের পাড়ের মায়ানগরীর ঝাঁ চকচকে রোশনাই থেকে বহু যোজন দূরে অনু এখন দিন কাটাচ্ছেন নিজের শর্তেই।

নিজেই একবার বলেছিলেন, 'দুর্ঘটনার পর যখন ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন, হাল ধরেছিল এই যোগাভ্যাসই"। আরব সাগরের পাড়ের মায়ানগরীর ঝাঁ চকচকে রোশনাই থেকে বহু যোজন দূরে অনু এখন দিন কাটাচ্ছেন নিজের শর্তেই।

8 / 8