সারা শরীরে সেলাই। দেহ জুড়ে অস্ত্রপচার। কোমায় ২৯ দিন। নিজেকে , পরিবারকে, কিছুই চিনতে পারেননি একটা দীর্ঘ সময়। হারিয়ে গিয়েছিলেন মুখের লালিমাও। অবশেষে সমস্ত বাধা পেরিয়ে আবারও নতুন করে বাঁচার অঙ্গীকার করেন অনু আগরওয়াল। ধীরে ধীরে সুস্থ হন। তবে গ্ল্যামার জগতে তাঁর আর ফেরা হয়নি।