AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি অভিনেত্রী লিলি চক্রবর্তী

শরীরে অক্সিজেন মাত্রা  কমে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হল অভিনেত্রী লিলি চক্রবর্তীকে। বুধবার রাতে সল্টলেকের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে

শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি অভিনেত্রী লিলি চক্রবর্তী
লিলি চক্রবর্তী
| Updated on: Jan 21, 2021 | 12:43 PM
Share

শরীরে অক্সিজেন মাত্রা  কমে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হল অভিনেত্রী লিলি চক্রবর্তীকে। বুধবার রাতে সল্টলেকের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। শুধুমাত্র করোনা নয়,হৃদরোগ জনিত রোগের কারণে দ্রুত হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী।

শনিবার সকালে হঠাৎই জ্বর আসে । তারপর পরীক্ষা করা হলে করোনা রিপোর্ট আসে পজিটিভ।ডাক্তারের কথা মেনে বাড়িতেই চলছিল ট্রিটমেন্ট। আর চিকিৎসায় যে আশানুরূপ ফলও মিলছিল সেকথা নিজেই জানিয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।TV9 বাংলার তরফ থেকে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন বাড়িতেই যখন অনেকটা সুস্থবোধ করছেন তখন শুধু শুধু কেন হাসপাতালে ভর্তি হতে যাবেন? তবে প্রাথমিক ভাবে হাসপাতালে যে কথা বলা আছে, সেই কথাও জানিয়েছিলেন অভিনেত্রী। কভিড১৯ পজিটিভ এর পাশাপাশি ‘সিওপিডি’ অর্থাৎ ‘ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারী ডিজিস’এ আক্রান্ত।

আরও পড়ুন : করোনা আক্রান্ত অভিনেত্রী লিলি চক্রবর্তী

৭৯ বয়সী প্রবীণ অভিনেত্রী আপাতত সল্টলেকের হার্ট ক্লিনিকে চিকিৎসাধীন। প্রসঙ্গত,‘বৃদ্ধাশ্রম’ ধারাবাহিকের শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। প্রতিটি সময় তাঁর অসাধারণ অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তিনি। ফিরুন নিজের চেনা ছন্দে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সিনেমহল থেকে দর্শককুল সবাই।