AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৫৬ বছর বয়সে ২৬-এর তরুণী সাজলেন, কেন বয়স কমাতে মরিয়া মাধুরী?

Madhuri Dixit: ভারতের উদ্দেশে পাকিস্তান একবার বলেছিল, 'মাধুরীকে দাও, আমরা কাশ্মীর চাইব না'। এমনই আবেদন বলিউডের ধকধক গার্ল মাধুরী দীক্ষিতের। মাধুরীর ফ্যান-ফলোয়ার ছড়িয়েছিটিয়ে রয়েছে গোটা বিশ্বেই। ৮ থেকে ৮০--সকলের মনেই হিল্লোল তুলতে পারেন এই নারী। তাঁর বর্তমান বয়স ৫৬। এই বয়সে এসে ২৬ বছরের তরুণী সাজলেন অভিনেত্রী।

৫৬ বছর বয়সে ২৬-এর তরুণী সাজলেন, কেন বয়স কমাতে মরিয়া মাধুরী?
মাধুরী দীক্ষিত।
| Updated on: Mar 01, 2024 | 11:35 AM
Share

অনেকেই বলেন তিনি নাকি বোটক্স করেছেন। অনেকেই আবার মনে করেন মাধুরীর এই সৌন্দর্য প্রাকৃতিক। যতই যাই হোক না কেন, মাধুরীই সেই অভিনেত্রী, যাঁর অনুরাগীদের বয়স ৮ থেকে ৮০। প্রত্যেক প্রজন্মের পুরুষের হৃদয় ঝড় তোলেন তিনি। এবং যে পোশাক পরে একটা সময় তিনি ঝড় তুলেছিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী তা হল ‘হাম আপকে হ্যা কৌন’। ছবিতে কটকটে বেগুনি শাড়ি পরেছিলেন মাধুরী। সেই শাড়িতে ফের সেজে উঠলেন মিসেস নেনে (মাধুরীর স্বামীর নাম ডাঃ শ্রীরাম নেনে)।

‘দিদি তেরা দেওয়ার দিওয়ানা’–এই গানটার কথা মনে আছে? বেগুনি রঙের সোনালী জড়ি দেওয়া শাড়িতে অপরূপা সুন্দরী হয়ে ওঠেন মাধুরী। সে যুগের ‘ভাইরাল’ (পড়ুন জনপ্রিয় ) গানে নেচেছিলেন অভিনেত্রী। সেই ধরনের একটি বেগুনি শাড়িতে ফের সেজে উঠলেন মাধুরী। নিজেকেই ছুড়ে দিলেন চ্যালেঞ্জ। হয়তো দেখতে চাইলে আগের মতো আবেদনময়ী আছেন কি না তিনি।

সেই লুক ধরা পড়েছে পাপারাৎজ়িদের ক্যামেরায়। বিভিন্ন মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে এই ছবি। তা প্রকাশ্যে আসার পর হিল্লোল উঠেছে অনুরাগীদের মনে। মাধুরী ফের ‘নিশা’ (‘হাম আপকে হ্যা কৌন’ ছবিতে মাধুরীর চরিত্রের নাম নিশা)সেজেছেন, তা দেখে একাধিক পোস্ট হচ্ছে এক্স (সাবেক টুইটার), ফেসবুক এবং ইনস্টাগ্রামে।