‘আমি এসবের তোয়াক্কাই করি না’, কটাক্ষের কড়া জবাব মালাইকার

Dec 13, 2024 | 3:55 PM

Malaika Controversy: মালাইকার যে সত্যি বিতর্কে, কটাক্ষে কিছু যায় আসে না, তা তিনি হাতে গরণ প্রমাণ দিয়েছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান শোয়ে। যেখানে ভরা সভার মাঝে নিজেই হাসতে হাসতে বলেছিলেন এই বয়সেও তাঁর নিতম্ব চর্চায়।

আমি এসবের তোয়াক্কাই করি না, কটাক্ষের কড়া জবাব মালাইকার

Follow Us

মালাইকা আরোরা। বলিউডে অভিনেত্রী হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, নাম করেছেন মডেল কিংবা আইটেম গার্ল জ্যঁরে। তাতে কী, বড়পর্দায় তাঁর উপস্থিতি যতই কম হোক না কেন, তিনি দর্শক মনে রাজত্ব করে চলেছেন ৫০-এও। মালাইকা আরোরা, সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। বয়স ৫০ হলেও, টিনেজারদের বলে-বলে ছয় মারতে পারেন তিনি। মালাইকা আরোরার রূপের প্রশংসা যেমন সর্বত্র ছড়িয়ে তেমনই কটাক্ষের শিকারও তাঁকে কম হতে হয়নি। আর যে তালিকায় সব থেকে বেশি নাম লিখিয়েছে তাঁর ‘নিতম্ব উঁচিয়ে হাঁটা’। খোদ করণ জোহরই একবার মালাইকাকে এই প্রসঙ্গে প্রশ্ন করে বসেছিলেন। স্পষ্ট জানতে চেয়েছিলেন, তাঁর এতে খারাপ লাগে না?

প্রশ্ন শুনে যদিও মালাইকার চোখ কপালে উঠতে দেখা গিয়েছিল তখন। জানিয়ে দিয়েছিলেন, তাঁর হাতে এতটা সময় নেই, তিনি জানেন-ই না যে তাঁর নিতম্ব নিয়েও চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। মালাইকার সেদিনের উত্তর যেন বিশ্বাস করে উঠতে পারেননি করণ। তবে মালাইকার যে সত্যি বিতর্কে, কটাক্ষে কিছু যায় আসে না, তা তিনি হাতে গরণ প্রমাণ দিয়েছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান শোয়ে। যেখানে ভরা সভার মাঝে নিজেই হাসতে হাসতে বলেছিলেন এই বয়সেও তাঁর নিতম্ব চর্চায়।

একপ্রকার ট্যাগ হয়ে গিয়েছেন মালাইকা ডাক ওয়াক-এ। এই প্রসঙ্গে তাাঁর সত্যি কি কোনও খারাপ লাগা কাজ করে? একেবারেই নয়। কারণ তিনি একপ্রকার গর্ব করেই উত্তরে জানিয়েছিলেন… “আমি হাসের মতো হাঁটি। আমার (নিতম্ব) যদি সুঠাম হয়ে থাকে, এবং তা যদি এক বুফে টেবিলের মতো হয়ে থাকে, যেখানে আমি সেভেন কোর্স মিল পরিবেশন করতে পারি, তাহলে আমি কেন হাঁসের মতো হাঁটব না? আমি হাঁস, বিড়াল, চিতা… সবার মতোই হাঁটতেই পারি। আমি এসবের তোয়াক্কাই করি না।” দিন দিন যেন আরও সুন্দর হয়ে উঠছেন মালাইকা। ঝড়ের গতিতে প্রতিটা মুহূর্তে তাঁর পোস্ট নেট দুনিয়ায় জায়গা করে নেয়। সম্পর্ক ঘিরে চর্চার কেন্দ্রে থাকা এই সেলেব বি-টাউনের অন্যতম ফ্যাশনিস্তাও বটে।

Next Article