৩৩ বছরের যুবকের প্রেমে বাহান্নর মালাইকা! জানেন ‘বদনাম মুন্নি’র নতুন প্রেমিক কে?
সম্প্রতি মুম্বইয়ে এনরিকে ইগলেসিয়াসের কনসার্ট দেখতে গিয়েছিলেন মালাইকা অরোরা। সেখানেই মালাইকার সঙ্গে দেখা মিলল এক সুদর্শন যুবকের। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে যুবকের সঙ্গে চোখে চোখে কথা বলছেন মালাইকা। রাতারাতিই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ও ছবি।

সদ্য ৫২ তে পা দিয়েছেন মালাইকা অরোরা। তাঁর বয়স নিয়ে সোশাল মিডিয়ায় নানা মন্তব্য, নানা বিতর্ক। কিন্তু তাঁরই মাঝে হঠাৎ ভাইরাল মালাইকার একটা ভিডিয়ো। যা দেখেই বলিপাড়ায় ফের গুঞ্জন, মালাইকা অরোরা নাকি ফের প্রেমে পড়েছেন। আর এবার মালাইকার প্রেমিকের বয়স ৩৩!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি মুম্বইয়ে এনরিকে ইগলেসিয়াসের কনসার্ট দেখতে গিয়েছিলেন মালাইকা অরোরা। সেখানেই মালাইকার সঙ্গে দেখা মিলল এক সুদর্শন যুবকের। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে যুবকের সঙ্গে চোখে চোখে কথা বলছেন মালাইকা। রাতারাতিই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ও ছবি। তখন থেকেই সোশাল মিডিয়ায় শোরগোল, মালাইকার সঙ্গে এই যুবকটি কে জানার জন্য নানা চর্চা।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মালাইকার সঙ্গে থাকা যুবকটির নাম হর্ষ দত্ত। এই যুবক হিরের ব্যবসায়ী। বেলজিয়াম ও মুম্বইয়ে তাঁর যাওয়া আসা। গুঞ্জন বলছে, অর্জুন কাপুরের সঙ্গে ব্রেকআপের পর পরই শোনা গিয়েছিল মালাইকা নাকি নতুন পুরুষকে মন দিয়েছেন। লোকে বলছে, সেই পুরুষটিই হলেন এই যুবক। তবে ভিডিয়ো ভাইরাল হলেও, মালাকাই এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। আর তার ফলেই গুঞ্জন তিনগুণ বেড়েই চলছে।
সম্প্রতি মালাইকাকে দেখা গিয়েছে থামা ছবির একটি আইটেম গানে পারফর্ম করতে। মালাইকার এই আইটেম নম্বর নিয়েও বিতর্ক শুরু হয়েছিল। এমনকী, মালাইকা নাকি নাচ ভুল গিয়েছেন বলেও খোঁচা দিয়েছিলেন নেটিজেনরা।
