AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিমন্যুর পরিচালনায় প্রথমবার বড়পর্দায় মানালি, আসছে ‘লকডাউন’

আগামী বছর বড়পর্দায় মুক্তি পাবে 'লকডাউন'। এই ছবি নিয়ে যথেষ্ট উত্তেজিত মানালি। সেই সুর ধরা পড়ল তাঁর কথাতেই।

অভিমন্যুর পরিচালনায় প্রথমবার বড়পর্দায় মানালি, আসছে ‘লকডাউন’
দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Dec 30, 2020 | 2:12 PM
Share

ছোটপর্দার জন্য এর আগে একসঙ্গে কাজ করেছেন রিয়েল লাইফ দম্পতি। একজন পরিচালকের চেয়ারে বসেছিলেন। আর একজনের কাজ ছিল অভিনয়। এবার ভূমিকা একই। কিন্তু এবার তাঁদের একসঙ্গে কাজ দেখা যাবে বড়পর্দায়। তাঁরা অর্থাৎ পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee) এবং অভিনেত্রী মানালি মনীষা দে (Manali Manisha Dey)।

চলতি বছরেই বিয়ে করেছেন এই জুটি। এর আগে অভিমন্যুর পরিচালনায় ‘নিমকি ফুলকি’র দুটো পার্টে অভিনয় করেছেন মানালি। বড়পর্দার জন্য ‘লকডাউন’ নামের একটি ছবি পরিচালনা করলেন অভিমন্যু। এবার সেখানে দেখা যাবে মানালির অভিনয়।

ছবির নাম শুনেই বিষয় সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবেন দর্শক। কারণ ২০২০-র অনেকগুলো দিন লকডাউনে কাটাতে হয়েছে সকলকে। এ এক ভিন্ন অভিজ্ঞতা। ছবির গল্পও কি সেই কথাই বলবে? মানালি বললেন, “ছবির গল্প এখনই বলতে পারব না। তবে তিনটে গল্প সমান্তরাল ভাবে চলবে। আমি ছাড়াও ওম, শ্রাবন্তী, সোহম, আদৃত, রাজনন্দিনী অভিনয় করেছে। আমার গল্পটা ওমের সঙ্গে। গত সপ্তাহেই শুটিং শেষ করলাম আমরা।”

আরও পড়ুন, ‘ফুলি আমার ভীষণ প্রিয়’, বললেন পাওলি, কে এই ‘ফুলি’?

ব্যক্তিগত সম্পর্ক থাকলেও ফ্লোরে অভিমন্যু এবং মানালি পেশাদার। অভিনেত্রী শেয়ার করলেন, “ফ্লোরে ও একদমই ডিরেক্টর। আমাকেও অন্য প্রজেক্টের মতোই প্রথমে গল্প বলা হয়েছিল, শুনেছি। একটু সময় নিয়েছি। তারপর কনফার্ম করেছি। অন্য আর্টিস্টদের মতে ট্রিট করেছে। ডিরেক্টর হিসেবে ট্রিট করেছে। এটুকু বলতে পারি, এটা আমার একদম অন্যরকমের কাজ।”

আরও পড়ুন, রাজনীতি এখনই নয়, সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন রজনী

শুটিংয়ে একসঙ্গে সারাক্ষণ থাকার পর বাড়ি ফিরেও কি ছবি নিয়ে আলোচনা হত? মানালি হেসে জবাব দিলেন, “আমি যে কাজে থাকি, সে কাজের আলোচনা অভি বাড়িতে করে না। কারণ শুটিংয়ের পরে কী হচ্ছে, বাকিরাও তো জানতে পারে না। যে কাজে থাকি না, তার আলোচনা তাও কখনও বাড়িতে হয়।”

আগামী বছর বড়পর্দায় মুক্তি পাবে ‘লকডাউন;। এই ছবি নিয়ে যথেষ্ট উত্তেজিত মানালি। সেই সুর ধরা পড়ল তাঁর কথাতেই।