‘এটি ভারতীয় সংস্কৃতিই’, ন্যুড ছবি বিতর্কে বললেন মিলিন্দ সোমান

মিলিন্দ সোমনের ন্যুড ছবি বিতর্কে ভাগ হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। অবশেষে তা নিয়েই মুখ খুললেন মিলিন্দ সোমান।

‘এটি ভারতীয় সংস্কৃতিই’, ন্যুড ছবি বিতর্কে বললেন মিলিন্দ সোমান
মিলিন্দ সোমান
Follow Us:
| Updated on: Feb 11, 2021 | 7:57 PM

হইচই পড়ে গিয়েছিল নেটপাড়া জুড়ে। তীব্র আক্রমণে ছেয়ে গিয়েছিল কমেন্ট বক্স। ভরে গিয়েছিল পেজ থ্রি’র হেডলাইন। মিলিন্দ সোমনের ন্যুড ছবি বিতর্কে ভাগ হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। অবশেষে তা নিয়েই মুখ খুললেন মিলিন্দ সোমান। মিলিন্দের মতে ওই ছবিও ভারতীয় সংস্কৃতিরই অন্তর্গত। কেন? তার ‘কারণ’ও জানালেন অভিনেতা। এক সাক্ষাৎকারে মিলিন্দ বলেন তাঁর ওই ন্যুড ছবিই সমাজের একটা বড় অংশ যারা ইন্টারনেটের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহান নয়, তাদের কাছে ‘ওয়েক আপ কল’।

মিলিন্দের কথায়, “ভারতীয় সংস্কৃতি বিশাল। বৈচিত্র্যে ভরা। আমি ৫৫ বছরে অনেক জায়গাউ ঘুরে বেড়িয়েছি। অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন ধর্ম, বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে কথা বলেছি।“ মিলিন্দ যোগ করেন, “সমস্যা হল মানুষ মনে করে, আমার বাড়ি, আমার পরিবার যা করে তাই ভাল। আর বাকিরা যা করে থাকে তাই পাশ্চাত্য থেকে আমদানি (আমেরিকান)।“ তাঁর সাফ বক্তব্য, “যারা মনে করেন নগ্ন হওয়া আমেরিকান কালচার, তাদেরকে বলছি, সেখানে নগ্ন হওয়া আইনত অপরাধ। ভারতের বিভিন্ন জায়গায় তা কিন্তু নয়। তাই আমার মতে এটি ভারতীয় সংস্কৃতিই”।

আরও পড়ুন:নতুন ইনিংস অশ্বিনী আইয়ার তিওয়ারির, লেখিকা হিসেবে আত্মপ্রকাশ ‘বরেলি কি বরফি’-র পরিচালকের

মিলিন্দের মতে, ছবিটি যদি সত্যিই অপসংস্কৃতির বাহক হতো তবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ তা মুছে দিত। তাঁর আরও বক্তব্য, “এর আগেও কমার্শিয়াল, ম্যাগাজিন শুটের জন্য ন্যুড ছবির শুট করেছি আমি। ছবিতে যৌন দৃশ্যে অভিনয়ও করেছি। তা হলে ইনস্টাগ্রামে তা আপলোড করতেই বা সমস্যা কোথায়? আপনি যদি আমায় অনুসরণ করতে না চান তবে করবেন না।”

আরও পড়ুন:‘একদিন শোভনকে বলে ফেলেছিলাম ‘ভ্যালেনটাইনস ডে’ আসছে। ও বলল তুই কি পাগল হয়ে গিয়েছিস?’: স্বস্তিকা দত্ত

প্রসঙ্গত নিজের ৫৫ তম জন্মদিনে ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ার করেছিলেন মিলিন্দ। গোয়ার সি-বিচে তাঁর ওই ন্যুড ছবি তুলে দিয়েছিলেন স্ত্রী অঙ্কিতা। হাজারও ব্যাকল্যাশের পরেও ওই ছবি মুছে ফেলেননি ‘এভারগ্রিন’ মিলিন্দ সোমান।