AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মৌনতা ভাঙলেন নাগা চৈতন্য, শোভিতাকে বিয়ের পর কী বললেন অভিনেতা?

Bollywood: ৮ অগস্ট চুপিসারে শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সারেন অভিনেতা নাগা চৈতন্য। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর শোনা গিয়েছিল নায়ক নাকি অনেক দিন হল সম্পর্কে রয়েছেন। দ্বিতীয় বার বাগদান সারার পর কোনও কথা বলেননি নায়ক। অবশেষে নীরবতা ভাঙলেন। বিয়ের পর মুখ খুললেন নায়ক।

মৌনতা ভাঙলেন নাগা চৈতন্য, শোভিতাকে বিয়ের পর কী বললেন অভিনেতা?
| Edited By: | Updated on: Aug 29, 2024 | 9:52 PM
Share

৮ অগস্ট চুপিসারে শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সারেন অভিনেতা নাগা চৈতন্য। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর শোনা গিয়েছিল নায়ক নাকি অনেক দিন হল সম্পর্কে রয়েছেন। দ্বিতীয় বার বাগদান সারার পর কোনও কথা বলেননি নায়ক। অবশেষে নীরবতা ভাঙলেন। বিয়ের পর মুখ খুললেন নায়ক। বললেন,”আমার কাছে বিয়ে মানে হল তাঁদের উপস্থিতি। যাঁরা আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব সময় যে খুব বড়় আয়োজন করে বিয়ে করতে হবে তার কোনও মানে নেই। তবে নিজেদের কৃষ্টি এবং সংস্কৃতিকে মাথায় রেখে বিয়ে করাটাই গুরুত্বপূর্ণ। আমিও এটাই চেয়েছি।” সংখ্যাতত্ত্বের কথা মাথায় রেখেই নিজেদের বাগদান সারেন তাঁরা। তবে সামান্থা রুথ প্রভুর ভক্তরা বেশ চটেছেন নাগার উপর। তাঁদের অভিযোগ, ‘সামান্থার অভিযোগ নিয়ে ছেলেখেলা করেছেন নাগা’। কেন উঠছে এই অভিযোগ?

না শোভিতাকে বিয়ে করা নিয়ে কোনও ক্ষোভ নেই তাঁদের মনে। বরং তাঁরা মনে করিয়ে দিয়েছেন নাগা ও শোভিতা যে তারিখে বিয়ে করেছেন ওই একই তারিখে বছর কয়েক আগে নাগাকে প্রপোজ করেছিলেন সামান্থা। নাগা হ্যাঁ বলেছিলেন। তাই সেই প্রসঙ্গ টেনে এনেই তাঁদের প্রশ্ন, “এত দিন থাকতে এই দিনটাকেই বাছতে হল?” সামান্থা অবশ্য এ যাবৎ নাগার বিয়ে নিয়ে কোনও মুখ খোলেননি। প্রাক্তন স্বামীর নতুন জীবনের উদ্দেশে এ যাবৎ তাঁর তরফে আসেনি কোনও শুভেচ্ছা বার্তাও।

প্রসঙ্গত, এ দিন সকালে অভিনেতা নাগার্জুন সামাজিক মাধ্যমে একটি টুইট করে লেখেন, “সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার ছেলে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বাগদান অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ৯টা বেজে ৪২ মিনিট। ওঁকে পরিবারের অংশ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। এই জুটিকে অনেক শুভেচ্ছা। সারাজীবন সুখী থাকুক। আজকে তারিখ ৮.৮. এক নতুন জীবনের শুরু।” ২০১৭ সালে সামান্থা ও নাগার বিয়ে হয়। তবে বিয়ের চার বছরের মধ্যেই বিচ্ছেদ হয় তাঁদের। নাগার বিরুদ্ধে ওঠে পরকীয়ার অভিযোগ।