অনলাইনে নয়, ডলবি থিয়েটারে হবে অস্কার
লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।
Tv9 বাংলা ডিজিটাল: রব উঠেছিল ভার্চুয়ালি সারতে হবে বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। কিন্তু না, লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানির সূত্রে এমনটাই জানানো হয়েছে ‘ভ্যারাইটি’-কে (মার্কিন সংবাদ সংস্থা)। পুরনো রীতি মেনেই হবে বিশ্বের সবচেয়ে আলোচিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
আরেকদিকে যখন ‘এমি’র মতো অ্যাওয়ার্ডও কোভিডের কোপে ভার্চুয়াল পথে হেঁটেছে। করোনা পরিস্থিতিতে যখন সামাজিক দুরত্ববিধির এক কড়াকড়ি রয়েছে সেখানে অস্কার অনুষ্ঠানে এত মানুষের জমায়েত কি কোথাও অসাবধনাতাকে উস্কে দিচ্ছে না? সমালোচকদের একাংশের মতামত অস্কার অনুষ্ঠানের আরেক দিক কিন্তু বাণিজ্য, এ কারণেই অ্যাকাডেমি অফ মোশন আর্টস অ্যান্ড সায়েন্সের এই সিদ্ধান্ত।
আরও পড়ুন ভারতের অস্কার মনোনীত মালয়ালম ছবি ‘জাল্লিকাট্টু’
প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে অস্কার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আয়োজিত হয়। তবে এ বছর অন্যথা হল কেন?
সূত্রের খবর, তারিখ পিছনোর কারণ, যেন আরও বেশি ছবি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তাই নতুন তারিখ হয়েছে ২৫ এপ্রিল। আগামী বছর ৯ ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে নির্বাচিত ছবির তালিকা। এবং ১৫ তারিখ প্রকাশিত হবে ফাইনাল প্রতিযোগীর তালিকাও।
লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারের আসন সংখ্যা ৩৪০০। নিয়মিত তদারকির দায়িত্ব নিয়েছে অ্যাকাডেমি কতৃপক্ষ।
প্রসঙ্গত, Oscar 2021-এর জন্য সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হল পরিচালক লিজো জোসে পেল্লিসেরির ‘Jallikattu’। এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ফিল্ম ফেডারেশনের ১৪ জন কমিটির সদস্য মিলে সাতাশটি ছবির মধ্যে ‘জাল্লিকাট্টু’কে নির্বাচিত করে। Oscar 2020 –তে চার চারটি পুরষ্কার নিজের ঝুলিতে রেখেছিল দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’।