একে অপরকে সিঁদুর পরিয়ে বিয়ে করলেন ওম-মিমি
সংস্কৃত মন্ত্র, রবীন্দ্রসঙ্গীতে বিয়েবাড়ি পূর্ণ ছিল। বৈদিক মতে হওয়া এই বিয়েতে কন্যাদানের কোনও পর্ব ছিল না। সিঁদুরও পরিয়েছেন একে অপরকে।
লাল বেনারসী শাড়ি, মুকুট, সোনার গয়নায় সেজেছেন অভিনেত্রী মিমি দত্ত (Mimi dutta)। পাঞ্জাবি এবং পাগড়িতে বর বেশে অভিনেতা ওম সাহানি (Om Sahani)। জুটির চার হাত এক হল বুধবার সন্ধেয়। ওম-মিমির বিয়ে দিলেন নন্দিনী ভৌমিক। মহিলা পুরোহিত হিসেবে যিনি লাইমলাইটে রয়েছেন।
উইনডোজ প্রোডাকশনের ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ ছবিটি আদতে এক মহিলা পুরোহিতের গল্প। নন্দিনী ভৌমিকের কথা সে ছবির প্রসঙ্গে বারবার জেনেছেন দর্শক। বাস্তবেই এবার এক সেলেব জুটির বিয়ে দিলেন নন্দিনী। সংস্কৃত মন্ত্র, রবীন্দ্রসঙ্গীতে বিয়েবাড়ি পূর্ণ ছিল। বৈদিক মতে হওয়া এই বিয়েতে কন্যাদানের কোনও পর্ব ছিল না। সিঁদুরও পরিয়েছেন একে অপরকে।
আরও পড়ুন, দেবলীনার প্রথম মঞ্চে অভিনয়, টেনশন নাকি উত্তেজনা?
ওম-মিমির বিয়েতে টলি পাড়ার বহু তারকা উপস্থিত ছিলেন। পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, অভিনেত্রী মানালি দে, পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়, অভিনেত্রী সন্দীপ্তা সেন, সায়ন্তনী গুহঠাকুরতা, দেবপর্ণা চক্রবর্তী, চুমকি চৌধুরী, দেবযানী চট্টোপাধ্যায়ের মতো বহু সেলেব নব দম্পতিকে আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন।
আরও পড়ুন, লকডাউনের পর প্রথম বেড়ানো, কোথায় গেলেন অরুণিমা?
১০ বছরের আলাপ ওম-মিমির। ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমের রূপ নেয়। গত বছর রেজিস্ট্রি করে কাগুজে বিয়ে সেরে ফেলেছিলেন তাঁরা। তবে নতুন বছরের প্রথম দিন বিয়ের খবর প্রকাশ করেন। করোনা পরিস্থিতির মধ্যে সব নিয়ম মেনেই আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা হয়েছিল। ‘আলোর বাসা’ ধারাবাহিকে অনস্ক্রিন স্বামী-স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরা। এবার অফস্ক্রিনেও সেই সম্পর্কের শুরু।
আরও পড়ুন, ‘অনেকটা দায়িত্ব বেড়ে গেল’, কেন বললেন স্বস্তিকা দত্ত?