AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২৫২ কোটির মাদক মামলায় জিজ্ঞাসাবাদ ওরিকে, কার নাম বলতে পারেন তিনি?

ইনফ্লুয়েন্সার ওরি এবার ২০২২ সালে শুরু হওয়া একটি বিশাল তদন্তের পর ফাঁস হওয়া ২৫২ কোটি টাকার মাদক মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (ANC) তাঁকে আজ সকাল ১০টায় হাজিরার জন্য সমন পাঠিয়েছে।

২৫২ কোটির মাদক মামলায় জিজ্ঞাসাবাদ ওরিকে, কার নাম বলতে পারেন তিনি?
| Edited By: | Updated on: Nov 20, 2025 | 9:42 AM
Share

ইনফ্লুয়েন্সার ওরি এবার ২০২২ সালে শুরু হওয়া একটি বিশাল তদন্তের পর ফাঁস হওয়া ২৫২ কোটি টাকার মাদক মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (ANC) তাঁকে আজ সকাল ১০টায় হাজিরার জন্য সমন পাঠিয়েছে।

এই মামলার সূত্র মিলেছে মার্চ ২০২৪-এ, যখন মুম্বই পুলিশ মহারাষ্ট্রের সাঙ্গলির একটি ফার্মে মেফেড্রোন তৈরির একটি গোপন কারখানা আবিষ্কার করে। কর্মকর্তারা সেখানে ১২৬.১৪ কেজি এমডি (মেফেড্রোন)—একটি সিন্থেটিক উত্তেজক—বাজেয়াপ্ত করেন, যার বাজারমূল্য প্রায় ২৫২ কোটি। তদন্তকারীরা জানান, এই কারখানাটি নাকি মাদক পাচারকারী সলিম ডোলা ও তাঁর ছেলে তাহের পরিচালনা করত।

তদন্তের পরিধি বাড়ার সঙ্গে-সঙ্গে কর্মকর্তারা বুঝতে পারেন যে সাঙ্গলির এই ইউনিটটি আরও বড় একটি নেটওয়ার্কের অংশ। পুলিশের মতে, সন্দেহ এড়াতে মাদক পরিবহণ করা হতো বিলাসবহুল গাড়িতে এবং লাভ বিদেশে পাঠানো হতো হাওয়ালা রুটের মাধ্যমে।এই গোটা অপারেশনাল চক্রটি আসলে খুলতে শুরু করে আগস্ট ২০২২-এ এক ব্যক্তির গ্রেপ্তারের পর, যা থেকে একের পর এক গ্রেপ্তার এবং শেষ পর্যন্ত মার্চ ২০২৪-এ গোপন কারখানাটি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদের সময়, শেখ মুম্বই পুলিশকে জানান যে তিনি বলিউড ও ফ্যাশন জগতের সেলিব্রিটিদের জন্য এসব রেভ পার্টির আয়োজন করতেন এবং সেখানে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের আত্মীয় আলিশাহ পার্কারও উপস্থিত থাকতেন। ওরির নামটি বলিউডের পার্টি থেকেই চর্চিত হতে শুরু করেছেন। তাবড় নায়ক-নায়িকাদের প্রিয় বন্ধু এই ইনফ্লুয়েন্সার। নতুন প্রজন্মের নায়ক-নায়িকাদের সঙ্গে তাঁকে নিয়মিত পার্টিতে দেখা যায়। কিন্তু সেসব পার্টির সঙ্গে কি মাদকের যোগ রয়েছে?

মুম্বই পুলিশ কিছু নিশ্চিত করতে পারেনি এখনও। তবে বলিউডের অন্দরে চর্চা, ওরির মুখ থেকে কিছু কথা বেরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আর কোন-কোন নাম জড়িয়ে যাবে এই তদন্তের সঙ্গে, তা নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে অনেকের কপালে। ওরি কী-কী বলেন জিজ্ঞাসাবাদে, সেই দিকে নজর থাকবে দিনভর।