AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সৃজা-সুরঙ্গনার ওয়েব সিরিজে ভয়ের উদ্রেক, ‘নিশির ডাক’ কবে আসছে?

কালীপুজোর মরসুম মানেই বাংলায় নতুন ওয়েব সিরিজের মুক্তি। অনেক সময় এমন ওয়েব সিরিজ আসে, যা একই  সঙ্গে ভয় আর উপভোগ শব্দ দু' টোকে মিলিয়ে দেয়। এবার 'হইচই' নিয়ে আসছে ওয়েব সিরিজ 'নিশির ডাক'। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই বছর 'দ্য একেন: বেনারসে বিভীষিকা' ব্লকবাস্টার। এবার আসছে জয়দীপের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ।

সৃজা-সুরঙ্গনার ওয়েব সিরিজে ভয়ের উদ্রেক, 'নিশির ডাক' কবে আসছে?
| Edited By: | Updated on: Oct 10, 2025 | 12:59 PM
Share

কালীপুজোর মরসুম মানেই বাংলায় নতুন ওয়েব সিরিজের মুক্তি। অনেক সময় এমন ওয়েব সিরিজ আসে, যা একই  সঙ্গে ভয় আর উপভোগ শব্দ দু’ টোকে মিলিয়ে দেয়। এবার ‘হইচই’ নিয়ে আসছে ওয়েব সিরিজ ‘নিশির ডাক’। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই বছর ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ব্লকবাস্টার। এবার আসছে জয়দীপের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ।

গল্প কেমন? একেবারে শান্ত সোনামুখী গ্রামে ছয়জন পিএইচডি গবেষক এসে পৌঁছায়, তাদের লক্ষ্য—ভুলে যাওয়া এক প্রথিতযশা শাস্ত্রীয় সংগীতশিল্পী নিশিগন্ধা ভাদুড়ীর উপর গবেষণা করা। একসময়ে যাঁর প্রশংসা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু সেই সন্ধানে নেমে তারা মুখোমুখি হয় অন্ধকার এক বাস্তবের, যেখানে রাত্রির নিস্তব্ধতায় ভেসে আসে অভিশাপের গল্প। তারা ইতিহাস খুঁজতে গিয়ে আবিষ্কার করে আতঙ্ক—প্রতিটি সুর যেখানে ডেকে আনে অতীতকে, আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকে এক গোপন সত্য।

এই সিরিজে অভিনয় করেছেন টলিপাড়ার একঝাঁক পরিচিত মুখ। সৃজা দত্ত, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, রাজদীপ গুপ্ত, সোমক ঘোষ, ঋক চট্টোপাধ্যায়, শ্বেতা মিশ্র, অরুণাভ দে, রৌনক ভৌমিক, মুকুল কুমার জানা, সত্যম ভট্টাচার্য, মৈনাক বন্দ্যোপাধ্যায়, অনুভব কাঞ্জিলাল, অর্ণব বন্দ্যোপাধ্যায় থেকে ছন্দক চৌধুরী। ‘নিশির ডাক’ সিরিজে লোককথা আর ভয় মিশে আছে। সেখানে এই অভিনেতা-অভিনেত্রীরা সকলে মিলে কেমন কাজ করেছেন, সেটাও দেখার আগ্রহ থাকবে দর্শকদের মধ্যে। আর্য রায়-এর মৌলিক ভাবনা ও শ্রীজীব-এর চিত্রনাট্যে, বিনীত রঞ্জন মৈত্র-এর সুর এবং টুবান-এর চিত্রগ্রহণে নির্মিত এই সিরিজ দর্শকরা দেখতে পাবেন ১৭ অক্টোবর থেকে।

‘বাঘাযতীন’ ছবিতে নায়ক দেবের বিপরীতে কাজ করেছিলেন সৃজা। ‘রঘু ডাকাত’ ছবিতে অতিথি শিল্পী হিসাবে কাজ করেছেন তিনি। সুরঙ্গনা নিয়মিত বাংলা সিনেমা আর ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত থাকেন। এই বছর দুর্গাপুজোতে ঋক চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতে। সত্যম ভট্টাচার্য আর সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে ছিলেন ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে। সব মিলিয়ে এই ওয়েব সিরিজ দর্শকদের নজর কাড়ে কিনা, সেটাই দেখার অপেক্ষা।