AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মোটা হতে চান অলিভিয়া, ট্রাই করছেন ‘পেটো ডায়েট’!

নায়িকারা যখন রোগা হতে চান, তখন মোটা হওয়ার ইচ্ছে প্রকাশ করে, কিছুটা ব্যতিক্রমী অলিভিয়া।

মোটা হতে চান অলিভিয়া, ট্রাই করছেন ‘পেটো ডায়েট’!
অলিভিয়া সরকার। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Apr 04, 2021 | 1:30 PM
Share

‘অনেক হয়েছে। এ বার সব কিছু খাব।’ ঠিক এমনটাই মনে হয়েছে অভিনেত্রী (Actress) অলিভিয়া সরকারের (Alivia Sarkar)। ফলে সব রকম খাবার খাচ্ছেন তিনি। রয়েছেন এক নতুন রকম ডায়েটে। তার নাম ‘পেটো ডায়েট’!

এই ডায়েটের বিশেষত্ব কী? অলিভিয়া বললেন, “পেটো ডায়েট মানে যেখানে সব কিছু খাওয়া যায়। আমি প্রচুর খাই, চট করে গায়ে লাগে না। ওয়েট গেন করেছি অনেকটা। ডায়েটিং আগাগোড়াই করতাম। এক সময় প্রচন্ড রোগা হয়ে গিয়েছিলাম। আট ঘণ্টা যা ইচ্ছে খেতাম। আর ১৬ ঘণ্টা উপোস। খুব রোগা হয়ে গিয়েছিলাম। এ বার ভাবলাম নাদুসনুদুস হতে হবে।”

View this post on Instagram

A post shared by Alivia Sarkar (@reel2alivia)

আইসক্রিম, চকোলেট, মিষ্টি কোনও কিছুই বাদ দিচ্ছেন না অলিভিয়া। যা যা খেতে ভালবাসেন, সব কিছুই মেনুতে রাখছেন। ফাইনালি একটু মোটা হয়ে খুশি তিনি। নায়িকারা যখন রোগা হতে চান, তখন মোটা হওয়ার ইচ্ছে প্রকাশ করে, কিছুটা ব্যতিক্রমী অলিভিয়া। তিনি মনে করেন, “এত খাটছি কেন? খাব বলেই তো। এখন আমি সব খাব। আবার যদি এমন চরিত্র আসে, যেখানে রোগা হতে হবে, তখন দেখা যাবে।”

আরও পড়ুন, বদল হয়েছে অনেকটাই, নতুন ‘আমি’র সঙ্গে পরিচয় করালেন স্বস্তিকা

ওয়েব প্ল্যাটফর্মে অলিভিয়া দর্শকের কাছে পরিচিত মুখ। অন্যরকম কাজ করার দিকেই তাঁর ঝোঁক। বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘এই আমি রেণু’। সেখানে একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘অ্যামাজ়ন প্রাইম’ প্ল্যাটফর্মের জন্য একটি হিন্দি প্রজেক্টে কাজ করছেন তিনি। নতুন কাজ সম্পর্কে এখনই এর থেকে বেশি কিছু বলতে চাইলেন না অলিভিয়া।