Anamika Chakraborty: খুশির খবর জানালেন অনামিকা, পরিবর্তে মিলল ধিক্কার, কেন?

Anamika Chakraborty: সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন আনন্দের কথা। জানিয়েছিলেন সুখবর। কিন্তু বদলে যে মিলবে এ হেন অপমান তা হয়তো নিজেও ভাবেননি অভিনেত্রী। অনামিকা চক্রবর্তী-- ধারাবাহিকের গন্ডী পেরিয়ে যিনি এখন সিনেমা ও ওয়েব সিরিজেরও বেশ পরিচিত মুখ।

Anamika Chakraborty: খুশির খবর জানালেন অনামিকা, পরিবর্তে মিলল ধিক্কার, কেন?
মাত্র ২৫-এই 'নিজের বাড়ি' কিনলেন অনন্যা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 6:33 PM

সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন আনন্দের কথা। জানিয়েছিলেন সুখবর। কিন্তু বদলে যে মিলবে এ হেন অপমান তা হয়তো নিজেও ভাবেননি অভিনেত্রী। অনামিকা চক্রবর্তী– ধারাবাহিকের গন্ডী পেরিয়ে যিনি এখন সিনেমা ও ওয়েব সিরিজেরও বেশ পরিচিত মুখ। সম্প্রতি ইনস্টাগ্রামে 350k (তিন লক্ষ ৫০ হাজার) অনুরাগী অতিক্রম করেছেন অনামিকা। সেই আনন্দই সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। কিন্তু তীব্র কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে। কেন জানেন? নেপথ্যে তাঁর পোশাক। যে পোশাকটি অনামিকা পরেছিলেন তাতে স্পষ্টতই দেখা যাচ্ছিল বিভাজিকা। আর সেই কারণেই একের পর এক কদর্য মন্তব্যের স্বীকার হতে হল নায়িকাকে। স্তনের গঠন, আকৃতিসহ নানা কুরুচিকর ও নোংরা মন্তব্য ধেয়ে এল তাঁর কাছে। যদিও অনামিকা কিন্তু পোস্টটি করেছিলেন সকলকে ধন্যবাদ জ্ঞাপনের জন্যই। লিখেছিলেন, “আমাকে এত ভালবাসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ”। কিন্তু কমেন্ট বক্সে আর ভালবাসা পেলেন কোথায়?

গত ২৮ জুন একেবারে ছিমছাম ঘরোয়া ভাবে বিয়ে করেছিলেন অনামিকা। পাত্র উদয় প্রতাপ সিং এই ইন্ডাস্ট্রিরই অংশ। সেজেছিলেনও একেবারে সাদামাঠা ভাবে। আমন্ত্রিতের সংখ্যাও ছিল নেহাতই সামান্য। পরিবারের লোকজন ও কাছে বন্ধু বান্ধবদের নিয়ে বিয়ে সেরেছিলেন ওঁরা। অনামিকার বিয়ের সাজও ছিল একেবারেই ছিমছাম। পরেছিলেন হালকা গোলাপি রঙের শাড়ি। তাঁদের বিয়ের ছবি বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।