AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Web Series: মোশাররফ করিমের সঙ্গে একই ওয়েব সিরিজ়ে অনন্যা চট্টোপাধ্যায়; ধরা হবে পুরনো সময়কে

Ananya-Mosharraf: সাহিত্যধর্মী ওয়েব সিরিজ়ে একসঙ্গে কাজ করবেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম।

Bengali Web Series: মোশাররফ করিমের সঙ্গে একই ওয়েব সিরিজ়ে অনন্যা চট্টোপাধ্যায়; ধরা হবে পুরনো সময়কে
অনন্যা এবং মোশাররফ।
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 2:13 PM
Share

পঞ্চাশের দশকে মুক্তি পেয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি ছবি ‘আদর্শ হিন্দু হোটেল’। সে অনেকদিন আগের কথা। এবার ফের ‘আদর্শ হিন্দু হোটেল’ ওয়েব সিরিজ় আকারে তৈরি হচ্ছে বাংলায়। তৈরি করছেন পরিচালক অরিন্দম শীল। তাতে পদ্মঝির চরিত্রে রয়েছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় এবং হাজারি ঠাকুরের চরিত্রে বাংলাদেশের নামী অভিনেতা মোশাররফ করিম। বেশিরভাগ শুটিং হবে কলকাতাতেই।

অরিন্দমের বক্তব্য, বিভূতিভূষণের কাহিনিকে আজকের দিনের আদলে তৈরি করলে যথার্থ হবে না বিষয়টা। ফলে পুরোটাই সেই সময়কার মতো তৈরি করতে হবে। কাহিনিতে হাজারি ঠাকুর আদর্শ হিন্দু হোটেল তৈরি করতে চেয়েছিল রানাঘাট স্টেশনে। এখন সেই এলাকা অনেকটাই পাল্টে গিয়েছে। তাই পুরনো সময়কে ধরার জন্য নতুনভাবে তৈরি করতে হবে সেট। এই ওয়েব সিরিজ়ে মোশাররফ এবং অনন্যা প্রথমবার একসঙ্গে কাজ করছেন।

অরিন্দম মনে করেন, টলিউড ইন্ডাস্ট্রি অনন্যার মতো অভিনেত্রীকে সেভাবে কাস্ট করতে পারেনি। তিনি নিজেও সব ধরনের ছবিতে কাজ করেন না। কাজ করেন বাছাই করে। অন্যদিকে, চিত্রনাট্য তৈরি করার সময় থেকেই মোশাররফ করিমকে হাজারির চরিত্রে ভেবেছিলেন অরিন্দম। সিরিজ়ের জন্য রাজিও হয়েছেন অভিনেতা। শুটিংয়ের জন্য সময় দিয়েছেন ডিসেম্বর-জানুয়ারি নাগাদ।

অনন্যা এবং মোশাররফ ছাড়াও ওয়েব সিরিজ়ে অভিনয় করবেন একঝাঁক তারকা। যেমন ঊষসী রায়, শুভ্রজিৎ দত্ত, অসীম রায়চৌধুরী, রেশমী সেন, লোকনাথ দে এবং সামিউল আলমরা।