AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Best Actor OTT: ‘…এটা তোমাদের জন্য’, কার উদ্দেশে পুরস্কার উৎসর্গ করলেন সৌরভ?

Best Actor: 'মন্টু পাইলট'-এর মতো ওয়েব সিরিজ, মন জিতে নিয়েছে বাংলার দর্শকের। এবার সেই বিখ্যাত ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার দিল TV9 বাংলা।

Best Actor OTT: '...এটা তোমাদের জন্য', কার উদ্দেশে পুরস্কার উৎসর্গ করলেন সৌরভ?
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 10:20 PM
Share

TV9 বাংলা ঘরের বায়োস্কোপ পুরস্কারের মঞ্চে এক ঝাঁক তারকাদের ভিড়। টিভি স্টার থেকে শুরু করে ওটিটি, সেরার সেরা তালিকায় উঠে আসছে একের পর এক সেলেবের নাম। ওটিটি বিভাগে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন মোট চারজন অভিনেতা, সৌরভ দাস, উন্মেষ গঙ্গোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী ও রজতাভ দত্ত। বাংলার দর্শককে এক দারুণ ওয়েব সিরিজ উপহার দিয়েছেন অভিনেতা সৌরভ দাস। ‘মন্টু পাইলট’-এর মতো ওয়েব সিরিজ, মন জিতে নিয়েছে বাংলার দর্শকের। এবার সেই বিখ্যাত ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার দিল TV9 বাংলা।

ওটিটি সেরা অভিনেতা মন্টু পাইলট থেকে সৌরভ দাস। পুরস্কার  হাতে তুলে দিতে মঞ্চে উপস্থিত হলেন সাংসদ তথা অভিনেতা দেব ও পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পুরস্কার পেয়ে সৌরভ বললেন, ‘মন্টুর ভাষায় নয়, সৌরভের কথায় বলছি, ধন্যবাদ টিভি ৯ বাংলা। ধন্যবাদ হইচই, শ্রীকান্ত দা, মণীদা, আমার বড়ভাই দেবালয় দা। এমন একটা দিন যখন আমার পুরো পরিবার রয়েছে এখানে, আমার বাবা, মা ও ভাই, তোমার সঙ্গে এই মুহূর্তটা আরও বিশেষ হয়ে ওঠল। এই পুরস্কার তোমাদের জন্য। ধন্যবাদ সবাকে। ধন্যবাদ পরমদা, ধন্যবাদ অর্পিতাদি। শেষে দেব ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মঞ্চ ত্যাগ করেন সৌরভ দাস।’