Salman Khan: ওটিটির BIGG BOSS এবার সলমন, মোটা টাকা নিয়ে ব্যয়বহুল সঞ্চালক ভাইজান

Gossip: কাজের চাপের প্রসঙ্গ তুলেই নাকি তিনি জানিয়েছিলেন থাকতে পারছেন না এই রিয়্যালিটি শোয়ে। কিন্তু কোথাও গিয়ে যেন এই সলমন খানকে ধরে রাখতেই চ্যালেন যে কোনও মূল্য দিতে ছিল রাজি।

Salman Khan: ওটিটির BIGG BOSS এবার সলমন, মোটা টাকা নিয়ে ব্যয়বহুল সঞ্চালক ভাইজান
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 9:41 PM

বিগ বস ওটিটির এটা দ্বিতীয় সিজ়ন। প্রথম সিজনে সঞ্চালকের ভুমিকায় ছিলেন পরিচালক প্রযোজক করণ জোহর। তবে এবার আর অন্য কোনও নাম নয়, খোদ সলমন খানই থাকছেন এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে। বিগ বস এক কথায় যেন তাঁকে ছাড়া অসম্পূর্ণ। হিন্দি রিয়্যালিটি শোয়ের মধ্যে সর্বাধিক জনপ্রিয় এই শোয়ের প্রাণকেন্দ্রই হল সলমন খান। তিনি নিজের মতো করেই এই শোকে একটি আকার দিয়েছেন। ঘরের ভেতর থাকা সেলেবদের খুটিনাটিকে যেভাবে তিনি বিচার করে সকলের সামনে তুলে ধরেন তা এক কথায় বলতে গেলে বেশ সমালোচিত। তবে সলমন খানকে এবার ওটিটি-তে পেয়েও বেজায় খুশি দর্শকেরা। যদিও একটা সময় শোনা গিয়েছিল যে সলমন খান ছেড়ে দিতে চলেছেন বিগ বসের কাজ। সঞ্চালনা করবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন তিনি।

কাজের চাপের প্রসঙ্গ তুলেই নাকি তিনি জানিয়েছিলেন থাকতে পারছেন না এই রিয়্যালিটি শোয়ে। কিন্তু কোথাও গিয়ে যেন এই সলমন খানকে ধরে রাখতেই চ্যালেন যে কোনও মূল্য দিতে ছিল রাজি। আর তাই ১০০০ কোটি টাকা পারিশ্রমিক দিতেও পিছপা হননি নাকি তারা। আর ঠিক সেই কারণেই এখন ভারতের বুকে সব থেকে দামী সঞ্চালকের তকমা সলমন খানের।

প্রসঙ্গত, শেষবার ওটিটিতে ঝড় তুলেছিলেন দিব্যা, তাঁরর প্রসঙ্গে রাকেশ বলেন, “শেষ পর্যন্ত টিকে থাকাটা আসল লড়াই ছিল। হ্যাঁ, পুরো জার্নিটাই বিচার্য। দিব্যা একাই খেলেছে। আমি জানি ওই বাড়ির মধ্যে একা খেলা কতটা কঠিন। আমি কোনও একটা এপিসোডে ওকে বলেছিলাম, ওকে এ জন্য আমি শ্রদ্ধা করি। ও নিজের যুদ্ধ লড়েছে, জিতেছে, তার জন্য ওকে অভিনন্দন।”

আর নিজের প্রসঙ্গে তিনি বলেছিলেন, “আমি কোনও ঝামেলার মধ্যে প্রতিক্রিয়া দিতে চাইতাম না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতাম। সঙ্গে সঙ্গে কাউন্টার করার কোনও মানে নেই। আমি সমস্যার সমাধান খুঁজতে ভালবাসি।”