AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saurav-Darshana: বিয়ের আগেই মিথ্যে ফাঁস দর্শনার! রেগে গিয়ে পাল্টা প্রতিবাদ নায়িকার

Saurav-Darshana: আর মাত্র কিছু দিনের অপেক্ষা। বিয়ে করছেন অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিক। তাঁদের বিয়ে নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা। এরই মধ্যে দর্শনার নামে অভিযোগ, তিনি নাকি মিথ্যে কথা বলছেন! কেন এই অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে?

Saurav-Darshana: বিয়ের আগেই মিথ্যে ফাঁস দর্শনার! রেগে গিয়ে পাল্টা প্রতিবাদ নায়িকার
মিথ্যে বলছেন দর্শনা!
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 7:20 PM
Share

আর মাত্র কিছু দিনের অপেক্ষা। বিয়ে করছেন অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিক। তাঁদের বিয়ে নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা। এরই মধ্যে দর্শনার নামে অভিযোগ, তিনি নাকি মিথ্যে কথা বলছেন! কেন এই অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে? সম্প্রতি ‘টলি অনলাইন’ নামক এক পাপারাৎজি পেজ থেকে দর্শনার ‘আইবুড়ো ভাত খাওয়ার’ এক ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োতে বলা হয়েছে, এটি তাঁর ‘সারপ্রাইজ’ আইবুড়ো ভাত। অর্থাৎ আইবুড়ো ভাত যে খাওয়ানো হবে তা নাকি তিনি জানতেনই না। এদিকে ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাড়ি পরে, সেজেগুজে তৈরি নায়িকা। এরপরেই মন্তব্য বক্সে নেটিজেনদের একটা বড় অংশের অভিযোগ, ” মিথ্যে বলছে দর্শনা”।

একজন লিখেছেন, “এত খারাপ অভিনয় বলেই ইন্ডাস্ট্রিতে কিছু করতে পারলেন না। সবটা জেনেও না জানার ভাব।” আর একজন লিখেছেন, “আপনারা কি পাব্লিক কে বোকা ভাবেন? ভাবে তাঁরা কিছুই বোঝে না?” এত ট্রোলিংয়ের মধ্যেই অবশেষে মুখ খুলেছেন দর্শনা। তিনি বলেন, “সবার এত মতামত! সবাইকে বলতে চাই, হে মূর্খের দল, আমি জানতাম আইবুড়ো ভাত খাওয়ানো হবে, কিন্তু আমি আয়োজন এত সুন্দর, তা জানতাম না! বা কী রান্না হচ্ছে তাও জানতাম। বাকিটা আমরাও মানুষ। বন্ধুদের মধ্যে মজা করে বাকিটা করা। তাতে কিছু রঙ চড়ানো থাকতেই পারে! রিল্যাক্স।” তাতেও অবশ্য চিঁড়ে ভেজেনি সাধারণের। ট্রোলিং চলছেই।

আগামী ১৫ তারিখ বাইপাসের এক বিলাসবহুল রিসোর্টে বিয়ে করবেন দর্শনা ও সৌরভ। এর আগে অনিন্দিতা বসুর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন সৌরভ। কিন্তু বছর দুয়েক আগে সেই সম্পর্ক চুকে যাওয়ার পর দর্শনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। যা এগচ্ছে আরও এক ধাপ।