AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deepika Padukone: এয়ারপোর্টে দীপিকার পোশাক দেখে হতবাক ভক্তরা, হোলেন ট্রোল্ড!

Deepika Padukone: দীপিকার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কমেন্ট ভেসে আসে, 'রণবীর সিংই এর জন্য দায়ী। ওর সঙ্গে থেকেই থেকেই দীপিকা ফ্যশন ভুলে গিয়েছেন"।

Deepika Padukone: এয়ারপোর্টে দীপিকার পোশাক দেখে হতবাক ভক্তরা, হোলেন ট্রোল্ড!
দীপিকা পাড়ুকোন।
| Edited By: | Updated on: Mar 06, 2022 | 2:06 AM
Share

ট্রোল্ড হলেন দীপিকা পাড়ুকোন। তাঁর এয়ারপোর্ট লুক দেখে হতবাক ভক্তরাও। রণবীর সিং ডিজাইন করে দিয়েছে নাকি, প্রশ্ন একাংশের। কী এমন পরেছিলেন তিনি?

শনিবার সকালে প্রথমে শাহরুখ খান, জন আব্রাহাম ও তার খানিক পরে দীপিকাকে মুম্বই বিমানবন্দরে লেন্সবন্দি করে পাপারাজ্জি। শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠানের শুটিং শেষ করতেই স্পেনে উড়ে যান তাঁরা। দীপিকার এয়ারপোর্ট লুক এমনিতে বেশ চর্চিত, কিন্ত এ দিন তিনি ‘লালে লাল’। লাল সোয়েটার, সঙ্গে লাল লেদার প্যান্ট, মাথায় লাল টুপি, পায়ের আবার হিলতোলা গোলাপি জুতো। হাইনেক সোয়েটারের সঙ্গে গোলাপি হিলসে অভিনেত্রীকে দেখে তাজ্জব হয়ে যান তাঁর ভক্তরাও।

দীপিকার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কমেন্ট ভেসে আসে, ‘রণবীর সিংই এর জন্য দায়ী। ওর সঙ্গে থেকেই থেকেই দীপিকা ফ্যশন ভুলে গিয়েছেন”। এখানেই শেষ নয়। আর এক নেটিজেন লেখেন, “দেখে মনে হয় দীপিকার সমস্ত কাপড় জামা বুঝি দীপিকাই ডিজাইন করেন।” যদিও অনেকেও আবার দীপিকার এই পরীক্ষামূলক লুক বেশ পছন্দই করেছেন।

রণবীর সিংয়ের ড্রেসিং সেন্স বিটাউনে বেশ চর্চিত। পোশাকের যে ‘লিঙ্গভেদাভেদ’ হয় তা তিনি খুব একটা বিশ্বাস করেন না। মাঝেমধ্যেই লং স্কার্টেও দেখা যায় তাঁকে। অথবা সমাজের ঠিক করে দেওয়া তথাকথিত মহিলাদের রঙ যেমন গোলাপি, লাল, বেগুনি পোশাকেও নিজেকে সাজান রণবীর। দীপিকা ভক্তদের অভিযোগ স্বামীর সঙ্গে থেকে থেকে নাকি ফ্যাশানিস্তা দীপিকাও ফ্যাশন ভুলেছেন। যদিও দীপিকা বা রণবীর এই ট্রোলিংকে পাত্তা দিতে একেবারেই নারাজ।

আরও পড়ুন-Bengali Serial Pilu: ‘পিলু’ ধারাবাহিকের সেটে কোন অভিনেতা ‘র‍্যাগিং’ করেছিলেন মেঘাকে?

আরও পড়ুন-Shane Warne: তাঁর বায়োপিকে কোন অভিনেতাকে দেখতে চেয়েছিলেন ‘ক্রিকেটের বরপুত্র’ শেন ওয়ার্ন?