দিনো মোরিয়া। বলিউডের একদা সুপারমডেল। আজ প্রায় বিস্মৃতির পথে তাঁর বলিউড যাত্রা। ‘রাজ’ ছবি সুপারহিট হওয়া সত্ত্বেও কেন এভাবে হারিয়ে গেলেন তিনি? কী বলেছিলেন তাঁকে পরিচালক? অতীত ঘেঁটে মনের ঝাঁপি খুললেন অভিনেতা। সাফ জানালেন তিনি সুদর্শন, আর এই হয়ে দাঁড়িয়েছিল তাঁর মস্ত বড় বিপদ।
দিনো জানান, তিনি দেখতে ভাল বলেই বহু পরিচালক তাঁকে বাতিল করে দিয়েছিলেন। তাঁর কথায়, “আমায় আলাদা ভাবে দেখার জন্য পরিচালকের সাহসের প্রয়োজন ছিল। আমায় প্রতি মুহূর্তে শুনতে হত তুমি ভাল দেখতে। আমার লুক আমায় কোনও চরিত্রে কাস্ট করার ব্যাপারে কীভাবে প্রভাব ফেলতে পারে। আমায় নিতে তো পারতেন। লুক তো চেঞ্জ করাও যায়।”
আফসোস আজও যায়নি দিনোর। তিনি আরও যোগ করেন, “মানুষ আমায় দেখতে সুন্দর এই তকমার বাইরে ভাবতেই পারল না। ভাল দেখতে হওয়া অনেক সময় তোমার বিপরীতে কাজ করতে শুরু করে।” সম্প্রতি ‘দ্য এম্পায়ার’ ওয়েব সিরিজে কাজ করেছেন দিনো। অভিনেতা সম্পর্কে মানুষের মনে যে বদল এসেছে সে কথা তুলে ধরেই তাঁর বক্তব্য, “আমি যে অভিনয় করতে পারি তা প্রমাণ করার তাগিদ আমার নেই। ইণ্ডাস্ট্রির অনেকেই আমাকে ফোন করে বলেছে আমার অভিনয় ওদের দারুণ লেগেছে। ভাল লাগছে পরিচালকরা ক্রমশ আমাকে অন্যভাবে ভাবতে শুরু করেছেন।”
সাত বছর লেগেছে ওয়েব সিরিজে কাজ পেতে এই মুহূর্তে দুটি তেলুগু ছবি রয়েছে তাঁর তালিকায়। তিনি কাজ করতে রাজি। তাঁর কথায়, “পরিচালকদের কাছে গিয়ে তাই বলছি, “শুনছেন আমি কাজ করতে রাজি…”।
আরও পড়ুন: Siddhant Chaturvedi: সিদ্ধান্ত কি ‘বিশ্বাসঘাতক’, তা হলে সমুদ্র সৈকতে এটা কী করলেন লুঙ্গি পরে?
আরও পড়ুন: Jubin Nautiyal Marriage: রূপকথার প্রেম, নরম তুলতুলে! তা হলে কি বিয়ের দিন আগত জুবিন নটিয়ালের?