Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raveena Tandon: শুটিং ফ্লোরে ঠিক কী রকম রবিনা, জানান দিল এই ভিডিয়ো

শিরোনা জঙ্গলে মারপিঠ করেছেন রবিনা। গুলি চালিয়েছেন। অসম্ভব পরিশ্রম করেছেন। ঠান্ডায় জমে গিয়েছেন প্রায়। বরফের মধ্যে শুটিং হয়েছে। কিছু জায়গায় বরফও পড়েছে। সবই রবিনা ব্যক্ত করেছেন তাঁর বিটিএস (বিহান্ড দ্যা সিন) ভিডিয়োতে।

Raveena Tandon: শুটিং ফ্লোরে ঠিক কী রকম রবিনা, জানান দিল এই ভিডিয়ো
রবিনা টন্ডন।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2022 | 7:59 PM

সম্প্রতি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ় ‘আরণ্যক’-এ ডেবিউ করেছেন রবিনা টন্ডন। এক কঠিন পুলিশ অফিসার কস্তুরি ডোগরার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অনুরাগীদের তাঁর অভিনয় ভাল লেগেছে সিরিজ়ে। তাই তাঁদের জন্যই একটি ভিডিয়ো পোস্ট করেছেন রবিনা। ভিডিয়োটি তোলা হয়ে ‘আরণ্যক’-এর সেট থেকে। শুটিংয়ের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন রবিনা। ভিডিয়োর শুরুতেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “দারুণ সুন্দর পরিবেশ। প্রত্যেক মুহূর্ত অসাধারণ মনে হচ্ছে।” তারপরই ক্যামেরা রোল করে চলে যায় সেখানে, যেখানে দেখা যায় সিরিজ়ের কুশলীদের সঙ্গে মিলেমিশে কাজ করছেন শিল্পী রবিনা। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে রবিনা ক্যাপশনে লিখেছেন, “কথায় বলে সৈন্যর প্রয়োজন, এখানে দেখুন আমার সৈন্য। ‘আরণ্যক’-এ কীভাবে শুটিং হয়েছে দেখুন।”

শিরোনা জঙ্গলে মারপিঠ করেছেন রবিনা। গুলি চালিয়েছেন। অসম্ভব পরিশ্রম করেছেন। ঠান্ডায় জমে গিয়েছেন প্রায়। বরফের মধ্যে শুটিং হয়েছে। কিছু জায়গায় বরফও পড়েছে। সবই রবিনা ব্যক্ত করেছেন তাঁর বিটিএস (বিহান্ড দ্যা সিন) ভিডিয়োতে।

ভিডিয়োটি রবিনার অনুরাগীদের মন ছুঁয়েছে। অনেকে প্রতিক্রিয়াস্বরূপ হৃদয় দিয়েছেন তাঁকে। একজন লিখেছেন, “দারুণ ভাল।” অন্যজন লিখেছেন, “আমার ভাল লেগেছে।”

এই ওয়েব সিরিজ়ের হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মের দুনিয়ায় পা রেখেছেন রবিনা। নতুন পা রাখার অভিজ্ঞতা সকলেরই মনে দাগ কাটে। দাগ কেটেছে রবিনার মনেও। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন,  “অত্যন্ত কঠিন এক নারী চরিত্র রয়েছে ‘আরণ্যক’-এর কেন্দ্রে। সম্পূর্ণ বিষয়বস্তু নির্ভর একটি গল্প বলা যেতে পারে। সেই সঙ্গে জরুরি বার্তা বহন করে ওয়েব সিরিজ়টি। নারীর ক্ষমতায়ণের কথা বলে।”

আরও পড়ুন: Mouni Roy Marriage: জানুয়ারির ২৭ তারিখেই বিয়ে মৌনীর… পাত্র কে?