Kajol: ৫০-এর দোরগোড়ায় তৃতীয় বারের জন্য মা হচ্ছেন কাজল?
Kajol: পঞ্চাশ ছুঁতে আর মাত্র কয়েক মাস বাকি তাঁর। এরই মধ্যে কাজলকে নিয়ে নতুন জল্পনা। তিনি নাকি তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন? নেপথ্যে তাঁর একটি ভিডিয়ো। যে ভিডিয়োতে কাজলের বেবিবাম্প 'আবিষ্কার' করে সমালোচনার বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ।

পঞ্চাশ ছুঁতে আর মাত্র কয়েক মাস বাকি তাঁর। এরই মধ্যে কাজলকে নিয়ে নতুন জল্পনা। তিনি নাকি তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন? নেপথ্যে তাঁর একটি ভিডিয়ো। যে ভিডিয়োতে কাজলের বেবিবাম্প ‘আবিষ্কার’ করে সমালোচনার বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কাজল। সেখানে তিনি পরেছিলেন বডি হাগিং এক কালো রঙের জামা। খোলা চুপ আর হাল্কা মেকআপে তাঁকে দেখতেও লাগছিল বেশ। কিন্তু নেটিজেনদের চোখ আটকে যায় তাঁর পেটের কাছে। পেট খানিক স্ফীত দেখানোর কারণেই অনেকেই ধারণা করে নেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা। শুরু হয় সমালোচনা।
তবে সত্যি হল, কাজল মোটেও মা হচ্ছেন না। পোশাকের কারণে তাঁর উদর খানিক মোটা দেখিয়েছে। কিন্তু ডিজিটাল দুনিয়ায় সে সব সত্যি যে যাচাই হয় না তার প্রমাণ এই নেতিবাচক মন্তব্য। স্থূলতার কারণে ট্রোল্ড হয়েছে তাঁকে। একবার নয় বারংবার। বয়সের ভারে শরীরে মেদ জমবে– এই স্বাভাবিক সত্যিটাকে মেনে না নিয়ে নোংরা আক্রমণ করা হয়েছে তাঁর উপর। যদিও এই আক্রমণের প্রতিবাদও করেছেন কেউ। একজন লেখেন, “প্রায় ৫০ বছর বয়স হয়ে গিয়েছে তাঁর। এবার তো একজন নারীর শরীর নিয়ে নোংরা মন্তব্য করা বন্ধ করুন।” আর একজন লিখেছেন, “কে কতটা মোটা, তাঁর শরীরের কোন অংশে মেদ জমেছে এই সব নিয়ে মন্তব্য নাই বা করলেন। তাঁকে কতটা উজ্জ্বল লাগছে দেখুন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও আমাদের এই বোধের শিক্ষাই দেওয়া উচিৎ।”
View this post on Instagram
কাজলের মা হওয়ার গুঞ্জন এর আগেও রটেছে বহুবার। যদিও বহুবারই তা ভুল প্রমাণিত হয়েছে। এবারেও সেই একই কাণ্ড। শুধু কাজল কেন, ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়েও হয়েছে একই ধরনের আলোচনা। যদিও তাঁরা এই সব সমালোচনাকে পাত্তা দিতে চান না। কাজ ও পরিবার নিয়েই ব্যস্ত তাঁরা।





