Kajol: ছবি তোলার জন্য ওঁত পেতে থাকেন যাঁরা, সেই পাপারাৎজ়িরা কতটা ক্ষতিকারক: কাজল
Gossip: দীর্ঘদিন ঘরে বলিউডের অন্দরমহেল কাজলের বাস। তাই পাপারাৎজি কালচার নিয়ে তাঁর খুব একটা আপত্তি থাকার কথা নয়। কাজল কখনও এই প্রসঙ্গে মুখও খোলেননি।
টিনসেল টাউন, এক কথায় সিনেপ্রেমিদের জন্য স্বপ্নের নগরী। একের পর এক ছবি, নাইট ক্লাব, পার্টি, বক্স অফিস, টাকা, সম্পত্তি… সবের হাতছানি পরতে পরতে মানুষকে আকর্ষণ করে থাকে। তবে এই নগরীে বাসের কি কোনও সাইড এফেক্ট নেই? আছে, এক এক জনের ক্ষেত্রে এই সমস্যা যদিও একএক রকমের। জনপ্রিয় হলেই কি কেবল এই সমস্ত সমস্যা থেকে দূরে সরে থাকা যায়? না, কখনই নয়। তাই এবার কঠোর সত্যি প্রকাশ্যে আনলেন কাজল। সাফ জানিয়ে দিলেন, তিনি রীতিমত মানসিক অশান্তিতে থাকেন। তবে কোন প্রসঙ্গে এ কথা বললেন অভিনেত্রী?
দীর্ঘদিন ঘরে বলিউডের অন্দরমহেল কাজলের বাস। তাই পাপারাৎজি কালচার নিয়ে তাঁর খুব একটা আপত্তি থাকার কথা নয়। কাজল কখনও এই প্রসঙ্গে মুখও খোলেননি। যেখানেই তিনি উপস্থিত হন, পিছু পিছু হাজির হয়ে যান ক্যামেরা নিয়ে পাপারাৎজিরা। তবে বর্তমানে কাজল আর ভেবে চিন্তে কথা বলার পক্ষপাতী নন। তাই সোজা সাপটা পাপারাৎজিদের তোপ দাগতে পিছ হটলেন না তিনি। তাঁর কথায়, পাপারাৎজি কালচার তাঁর অনুপ্রবেশ বলে মনে হয়, এবং তিনি মাঝে মধ্যে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন, উদ্বিগ্নও বোধ করেন।
কাজলের এই মন্তব্য রাতারাতি ভাইরাল হয়ে যায়। এখানেই শেষ নয়, কাজ কয়েকদিন আগেও জানিয়েছিলেন, পাপারাৎজিরা যেভাবে বর্তমানে সেলেবদের ফলো করেন, তা মানিয়ে দেওয়া তাঁর পক্ষে এক কথায় অসম্ভব। বরং তাঁর মেয়ে যেভাবে পাপারাৎজিদের সঙ্গে ব্যবহার করেন, তা প্রশংসনীয়। তাঁর কথায়, নাইসার জায়গায় যদি তিনি থাকতেন, তবে তাঁর পায়ের চটি খুলে যেত। কাজলের এই মন্তব্য ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও তাঁর সঙ্গে পাপারাৎজিদের এখনও পর্যন্ত সম্পর্ক বেশ ভালই। তবে কাজল এই মন্তব্য করতে বিন্দু মাত্র পিছপা হলেন না, যে একটা সময় আসবে যখন সেলেবরা পাপারাৎজি কালচার নিয়ে প্রশ্ন করতে পিছপা হবেন না।