Kangana Ranaut-Karan Johar: ‘তোমার কান্নার সময় এসে গিয়েছে পাপা জো…’, লকআপ-এর ২০০ মিলিয়ান ভিউজ়ের পর করণকে হুশিয়ারি কঙ্গনার

Kangana Ranaut-Karan Johar-Lock Upp: ওটিটি প্ল্যাটফর্মে সর্বোচ্চ ভিউ পাওয়া রিয়্যালিটি শোয়ের জায়গা দখল করে নিয়েছে কঙ্গনার 'লক আপ'। তারপরই একহাত নিয়েছেন করণের উপর। করণও বিগ বস ওটিটি হোস্ট করেছিলেন।

Kangana Ranaut-Karan Johar: 'তোমার কান্নার সময় এসে গিয়েছে পাপা জো...', লকআপ-এর ২০০ মিলিয়ান ভিউজ়ের পর করণকে হুশিয়ারি কঙ্গনার
কঙ্গনা রানাওয়াত ও করণ জোহর।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2022 | 2:40 PM

‘কফি উইফ করণ’ শোতে এসে করণের মুখের উপর তাঁকে ‘বলিউড মাফিয়া’ তকমা দিয়েছিলেন। করণকে বলেছিলেন ‘নেপো-কিং’। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা আরও মুখ খোলেন। বলেন, করণের কারণেই তারকা সন্তানদের এত রমরমা। তাঁদের সামনে প্লেটে খাবার সাজিয়ে দেওয়া হয়। ফলে বাইরে থেকে আসা অভিনেতাদের থেকে সুযোগ কেড়ে নেওয়া হয়। সম্প্রতি শুরু হয়েছে কঙ্গনার নতুন শো ‘লক আপ’। অল্পদিনের মধ্যেই শো জনপ্রিয় হয়ে উঠেছে। ২০০ মিলিয়ান ভিউ ছাড়িয়েছে। সেই সাফল্যে কঙ্গনা ফের তাঁর বাক্যবাণে বিঁধেছেন করণকে। এবার করেছেন আরও তির্যক মন্তব্য। ইনস্টাগ্রাম স্টোরিতে বিদ্ধ হয়েছেন করণ। কঙ্গনা লিখেছেন, “লকআপ ২০০ মিলিয়ান ভিউজ় পেয়েছে… এবার করণ জোহর লুকিয়ে লুকিয়ে কাঁদবে… আগে আগে দেখো কী কী হয়… পাপা জো (পড়ুন করণ জোহর) তোমার কান্নার দিন এসে গিয়েছে।”

কঙ্গনার নিশানায় কেবল করণ জোহর নেই। এই মাসের শুরুতে ‘প্রাক্তন’ হৃত্বিক রোশনকেও তিনি টেনে এনেছিলেন তাঁর বক্তব্যে। তিনি বলেছিলেন, এই শোয়ের সাফল্য হৃত্বিকেরও রাতের ঘুম কেড়ে নেবে। কথাগুলো বলার জন্য ফের ইনস্টাগ্রাম স্টোরিকে বানিয়েছিলেন তাঁর মাধ্যম। লিখেছিলেন, “লোকজন ৫টি আঙুল মিলিয়ে হাত জোড় করছেন। কিন্তু ৬ আঙুলওয়ালাদের গলা শুকিয়ে যাচ্ছে (প্রসঙ্গত, হৃত্বিকের হাতে ৬টি আঙুল)।”

ওটিটি প্ল্যাটফর্মে সর্বোচ্চ ভিউ পাওয়া রিয়্যালিটি শোয়ের জায়গা দখল করে নিয়েছে কঙ্গনার ‘লক আপ’। ১৯ দিনের মাথায় ১০০ মিলিয়ান ভিউজ় পেয়েছিল। কঙ্গনা বলেছিলেন, “মানুষের ভালবাসায় আমি অভিভূত। শোয়ের বিষয়বস্তু একেবারে নতুন ধরনের। দারুণ বিনোদনমুখরও। এটাই ফের প্রমাণিত হল একতা কাপুরের দূরদৃষ্টি আছে।”

আরও পড়ুন: Shruti Das: ‘অনেক হয়েছে আর নয়… এই প্রোফাইলের বিরুদ্ধে সাইবার ক্রাইম সেলে অভিযোগ করলাম’, শ্রুতি দাসের সঙ্গে কী হয়েছে দেখুন

আরও পড়ুন: Kangana-RRR: বিবেক ছেড়ে কি রাজমৌলির দিকে ঝুঁকচ্ছেন কঙ্গনা?

আরও পড়ুন: Anupam Kher: ‘দ্য কাশ্মীর ফাইলস-এর পুষ্করনাথ আমার বাবা’, এ কোন সত্যি বললেন অনুপম খের…

আরও পড়ুন: Alia Bhatt-RRR: ‘আরআরআর’ পোস্ট মোছা, রাজামৌলিকে আন-ফলো নিয়ে তুমুল নিন্দা, এবার মুখ খুললেন স্বয়ং আলিয়া