Karan Johar: স্ত্রী’রা এলেও এই সিজনে কেন করণের চ্যাট শো এড়ালেন শাহরুখ-রণবীর?

Karan Johar: করণের ওই শো'য়ে সবচেয়ে বিতর্কিত সেকশন র‍্যাপিড ফায়ার। এমন সব প্রশ্ন করে বসেন করণ যা এড়ান অসুবিধে হয়ে যা অনেক সেলেবরই।

Karan Johar: স্ত্রী'রা এলেও এই সিজনে কেন করণের চ্যাট শো এড়ালেন শাহরুখ-রণবীর?
কেন করণের চ্যাট শো এড়ালেন শাহরুখ-রণবীর?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2022 | 8:51 PM

সদ্য শেষ হয়েছে করণ জোহরের বিতর্কিত চ্যাট শো ‘কফি উইদ করণ’। ওই শো’য়ে এবারের সিজন আলো করেছিলেন আলিয়া ভাট, রণবীর সিংয়েরা। হাজির ছিলেন শাহরুখ-পত্নী গৌরী খানও। তবে অবাক কাণ্ড! স্ত্রী’রা এলেও শাহরুখ ও রণবীর কাপুর কেউই কিন্তু এবারের সিজনে এলেন না, বা বলা ভাল কিছুটা এড়িয়েই গেলেন। করণের সঙ্গে এত ভাল সম্পর্ক থাকা সত্ত্বেও কেন এই সিদ্ধান্ত? (Karan Johar)

নেপথ্যে উঠে আসছে মানুষের যৌনজীবন নিয়ে করণের লাগাতার প্রশ্ন। সূত্র বলছে, বিতর্ক এড়াতেই নাকি ওই সিদ্ধান্ত নিয়েছেন ওঁরা। করণের শো’তে বলা বেফাঁস মন্তব্য নিয়ে অতীতে সেলেবদের নানা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। অনেকেরই দাবি করণ নাকি একটু বেশিই আলিয়া ঘেঁষা। অর্থাৎ প্রতিটি কথাতেই আলিয়ার উদাহরণ নিয়ে আসেন তিনি। অনেক সেলেবই তা পছন্দ করেন না। করণের বক্তব্য, “হতে পারে আমি মানুষের যৌনজীবন নিয়ে অনেক বেশি আগ্রহী। হতে পারে আমি আলিয়াকে নিয়ে এতটাই গর্বিত যে আমার প্রতিটি কথার মধ্যেই ও চলে আসে।” শাহরুখ ও রণবীরের তাঁর শো’য়ে অনুপস্থিতি নিয়ে করণের বক্তব্য, “মোট ১২টা এপিসোড ছিল। প্রতি এপিসোডে দুজন মানে মোট ২৪ জনকে ডাকার কথা। চ্যানেল থেকে আমার জানিয়ে দেওয়া হয় আমি যেন ২৬ জনের বেশি কাউকে না ডাকি। আমি রণবীরকে ফোন করেছিলাম। কিন্তু ও নিজেই আসতে চায়নি। আমি চেষ্টা করব এর পরের সিজনে ওকে আনার।” আর শাহরুখ? আগের সিজনগুলিতে এলেও কেন তিনি বাদ? করণের জবাব, “পরের এপিসোডে এমন কিছু ধামাকা করতে হবে যাতে শাহরুখও আর বারণ করতে না পারেন।”

করণের ওই শো’য়ে সবচেয়ে বিতর্কিত সেকশন র‍্যাপিড ফায়ার। এমন সব প্রশ্ন করে বসেন করণ যা এড়ান অসুবিধে হয়ে যা অনেক সেলেবরই। অতীতে বহু সেলেবের ওই মঞ্চে বলা কথা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাই এবারের সিজনে প্রায় প্রতি সেলেবই ছিলেন অনেক বেশি সাবধানী। করিনা কাপুর করণের বেশ ভাল বন্ধু। নিজের ছবি ‘লাল সিং চাড্ডা’র প্রচারে তিনি এসেছিলেন করণের শো’য়ে। যা মনে তাই মুখে– এমন মানসিকতার করিনাও এই সিজনে উত্তর দিয়েছেন অনেক ভেবে ভেবে। কারণ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণের শো’য়ে করা তাঁর মন্তব্য নিয়ে অনেক কটাক্ষ হয়েছিল নেটমাধ্যমে। করণ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন সারা আলি খানকে একটি সাজেশন দিতে। করিনা বলেছিলেন, “সারাকে বলতে চাই, তোমার প্রথম ছবির নায়ককে ডেট কোরো না”। সুশান্তের সঙ্গেই ‘কেদারনাথ’ ছবির মধ্যে দিয়ে সারার যে ডেবিউ হয়েছিল তা কে না জানে? সে যাই হোক, আপাতত শেষ হয়েছে করণের এই শো। আগামী সিজনে করণ কাদের নিয়ে আসেন এখন সেটাই দেখার।