Kiara-Sidharth: সত্যিই কি করণের আসন্ন তিনটি ছবির নায়ক-নায়িকা সিড-কিয়ারা? মুখ খুললেন জোহর
Karan Johar: করণ জোহরের প্রযোজনায় তৈরি 'শেরশাহ' ছবিতে অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন কিয়ারা-সিদ্ধার্থ।
ছবি নির্মাতা করণ জোহর এবার তাঁর মুখ খুললেন। সম্প্রতি বিয়ে করেছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। করণ জোহরের প্রযোজনায় তৈরি ‘শেরশাহ’ ছবিতে অভিনয় করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়েছিল তাঁদের। গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমের শহরে সূর্যগড় প্রাসাদে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। এরপরই শোনা যায়, করণ জোহরের প্রযোজনায় তৈরি আরও তিনটি ছবিতে নাকি অভিনয় করবেন নবদম্পতি। সেই ছবিগুলির মধ্যে একটি নাকি রমকম (রোম্যান্টিক কমেডি) গোছের। খবরটি কি আদৌ সত্যি? এ ব্যাপারে কী বললেন করণ।
কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের পরই কানাঘুষো শোনা যাচ্ছিল তাঁদের সঙ্গে সিনেমার গাঁটছড়া বেঁধেছেন করণ। সেই সংক্রান্ত আইনি কাগজপত্র নাকি সই করে ফেলেছেন তাঁরা সকলেই। বিষয়টি নিয়ে যদিও কিয়ারা কিংবা সিদ্ধার্থ কেউই মুখ খোলেননি। কিন্তু সংবাদমাধ্যমের করা প্রশ্নের উত্তর দিয়েছেন করণ স্বয়ং। রটনাকে ফুৎকারে উড়িয়ে তিনি সপাটে বলেছেন, “একেবারেই না, এ খবর একেবারেই মিথ্যে”।
পরিচালক বিষ্ণুবর্ধনের পরিচালনায় তৈরি ‘শেরশাহ’ ছবিতে ভারতীয় সৈন্যদলের বীর সৈনিক বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। বিক্রমের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন কিয়ারা। বিক্রমের মৃত্যুর পর তাঁর প্রেমিকার আত্মত্যাগই এই ছবির অন্যতম ইউএসপি হয়ে উঠেছিল। এবং দর্শকের কাছে সিড-কিয়ারার জুটি হয়ে উঠেছিল অন্যতম প্রিয়। ফলে প্রেম ভাঙার গুজবে দর্শকের মনও কেঁদে উঠেছিল সেই সময়। যদিও পরবর্তীদের তাঁদের বিবাহের খবর শুনে প্রত্যেকেই আনন্দিত।
৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমের শহরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে দিল্লিতে ফিরে আসেন কিয়ারা-সিদ্ধার্থ। সেখানে ৯ ফেব্রুয়ারি পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে পালিত হয় তাঁদের রিসেপশন। কিন্তু বলিউডকে তো বাদ দিলে চলবে না। তাই মুম্বইয়ে ১২ ডিসেম্বর ছিল ফিল্মি জলসা।
কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ। তিনি একটি আবেগঘন পোস্টও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। লিখেছিলেন, “আমার সঙ্গে সিদ্ধার্থের দেখা হয়েছিল এক দশক আগে। ও খুব শান্ত, স্পর্শকাতর এবং শক্ত মনের মানুষ। আমার সঙ্গে কিয়ারার আলাপ হয় তারও আরও অনেক পরে। কিয়ারা হল সিদ্ধার্থের মতই শান্ত, স্পর্শকাতর এবং শক্ত মানসিকতার।”