আবার দেখা বছর কুড়ি পর: নেটফ্লিক্সের সৌজন্যে ‘লগান’ টিমের রিইউনিয়ন

আমির এক বিবৃতিতে বলেন, "'লগান' আমাদের সকলকে প্রচুর ভালবাসার দিয়েছে। আমি এই ম্যাজিকাল জার্নিতে আমার সমস্ত সহযাত্রীদের কাছে কৃতজ্ঞ।

আবার দেখা বছর কুড়ি পর: নেটফ্লিক্সের সৌজন্যে 'লগান' টিমের রিইউনিয়ন
লগান টিম।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2021 | 6:53 PM

‘লগান: ওয়ানস আপ টাইম ইন ইন্ডিয়া’। ছবি মুক্তির কেটে গিয়েছে দু’দশক। পিরিয়ড স্পোর্টস ড্রামা ফিল্মে ছিল অনসম্বল কাস্টিং। অভিনেতাদের তালিকাও ছিল দীর্ঘ। আমির খান, গ্রেসি সিং, রেচেল শেলী, পল ব্ল্যাকথর্ন, সুহাসিনী মুলে, কুলভূষণ খারবান্দা, রাজেন্দ্র গুপ্তা, রঘুবীর যাদব, রাজেশ বিবেক, রাজ জুৎশি, প্রদীপ রাওয়াত, অখিলেন্দ্র মিশ্র, দয়া শঙ্কর পান্ডে, শ্রীবল্লভ ব্যাস, যশপাল শর্মা, আমিন হাজি, আদিত্য লাখিয়া, জাভেদ খান, এ কে হাঙ্গল, আমিন গাজি প্রমুখ।

কুড়ি বছরের সেলিব্রেশন করতে চলেছে ‘লগান’ টিম। রিইউনিয়নে মাততে চলেছেন গোটা টিম। পূণর্মিলিনের গোটা বিষয়টির ব্যবস্থপনায় রয়েছে নেটফ্লিক্স। মঙ্গলবার প্রকাশিত এক টিজারে মিলেছে বিবৃতি। “চল চলো লগান—উইনস আপঅন ইম্পসিবল ড্রিম” শীঘ্রই নেটফ্লিক্স ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং শুরু হবে।

ছবিটি পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ারিকার এবং প্রযোজনা করেছেন আমির খান।

আমির এক বিবৃতিতে বলেন, “‘লগান’ আমাদের সকলকে প্রচুর ভালবাসার দিয়েছে। আমি এই ম্যাজিকাল জার্নিতে আমার সমস্ত সহযাত্রীদের কাছে কৃতজ্ঞ। আশু এবং তার লেখকদল, পুরো কাস্ট এবং ক্রু, আমাদের সমস্ত অংশীদার, পরিবেশক, আমার ফিল্ম ইন্ডাস্ট্রির সিনিয়ররা যাঁরা তাদের আন্তরিক সমর্থন দিয়েছিলেন। প্রদর্শনে যাঁরা সাহায্য করেছিলেন এবং সর্বোপরি আমাদের দর্শক, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েও শেষ করতে পারব না।”

বিবৃতিতে আমির আরও বলেন “লগান এমন একটি বিষয় যাঁর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি এই চলমান যাত্রার প্রতিটি স্মৃতি উদযাপন করব। এটি খুব অবাক হওয়ার মতো বিষয় যে লগানের যাত্রা অব্যাহত, এবং নেটফ্লিক্সের উদ্যোগ লগান দলের সঙ্গে পুণর্মিলনের আশায় রয়েছি।”

আরও পড়ুন ‘লগান’-এর কুড়ি বছর পার, রঘুবীর যাদব হাঁটলেন ডাউন মেমরি লেনে