Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manisha Rani: রানি ভক্তদের জন্য খারাপ খবর, বড় সিদ্ধান্তের কথা জানালেন মনীষা, বড় সিদ্ধান্তের কথা জানালেন মনীষা

Manisha Rani: মনীষা রানি-- কিছু দিন আগে পর্যন্তও তাঁকে কেউ চিনতেন না। বিহারের এক মফঃস্বল থেকে উঠে আসা এই মেয়ের জার্নি যেন স্বপ্নের মত। একটি রিয়ালিটি শো এবং সেই রিয়ালিটি শো-ই পুরোপুরি বদলে দিয়েছে তাঁর জীবন। 'বিগবস ওটিটির দ্বিতীয় সিজনে অংশ নিয়েছিলেন মনীষা। তিনি ছিলেন ওই শো'য়ের ব্ল্যাক হর্স।

Manisha Rani: রানি ভক্তদের জন্য খারাপ খবর, বড় সিদ্ধান্তের কথা জানালেন মনীষা, বড় সিদ্ধান্তের কথা জানালেন মনীষা
বড় সিদ্ধান্তের কথা জানালেন মনীষা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 1:49 PM

মনীষা রানি– কিছু দিন আগে পর্যন্তও তাঁকে কেউ চিনতেন না। বিহারের এক মফঃস্বল থেকে উঠে আসা এই মেয়ের জার্নি যেন স্বপ্নের মত। একটি রিয়ালিটি শো এবং সেই রিয়ালিটি শো-ই পুরোপুরি বদলে দিয়েছে তাঁর জীবন। ‘বিগবস ওটিটির দ্বিতীয় সিজনে অংশ নিয়েছিলেন মনীষা। তিনি ছিলেন ওই শো’য়ের ব্ল্যাক হর্স। মনীষা যে আদপে টপ থ্রি-য়ে আসতে পারেন তা ধারণাই করতে পারেননি খোদ নির্মাতারাও। তবে রিয়ালিটি শো-এ পা দেওয়া মাত্রই নিজের ব্যবহার, মন খোলা হাসি আর সরল মনোভাবের জন্যে অল্প কয়েক দিনের মধ্যেই সাধারণের মন জিতে নিয়েছিলেন তিনি। বিগ বস শেষ হয়েছে। মনীষা প্রথম হতে পারেনি ঠিকই তবে তৃতীয় স্থানে এই খেলা শেষ করেছেন তিনি। সাধারণত বিগবস ওটিটির দ্বিতীয়,তৃতীয় স্থানে যারা থাকেন তারা পরবর্তীতে বিগ বস এর টেলিভিশন ভার্সনে অংশ নেন। তাই ধরে নেওয়া হচ্ছিল বিগ বস ১৭-তেও এ অংশ নেবেন মনীষা।

তবে রানি ভক্তদের জন্য খারাপ খবর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই মুহূর্তে বিগ বসের জন্য খোলা নেই তার দরজা। তিনি বলেন, “জীবনে ব্রেকের খুব দরকার রয়েছে।এই কয়দিনে অনেক ভালবাসা পেয়েছি। অনেক জনপ্রিয়তা পেয়েছি। এই মুহূর্তে আমার হাতে বেশ কিছু প্রজেক্ট রয়েছে। তাই আমার মনে হয় না সেগুলো ফেলে আবারও বিগবসে যাওয়া আমার পক্ষে সঠিক সিদ্ধান্ত হবে বলে। মানুষ তখনই বিগ বসে অংশ নেন যখন তার কেরিয়ার নিম্নগামী অথবা নিজেকে সে আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে চাইছে । এখন তো আমার বাজারে বেশ হাইপ রয়েছে”।

তাঁর ভক্তদের ধারণা এই মুহূর্তে টনি কাক্কারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মনীষা। যদিও তিনি জানিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছে এক নিবিড় বন্ধুত্ব। আগামী দিনে আবারও একসঙ্গে অন্য কোন মিউজিক ভিডিওতে তাঁদের দেখা যাবে বলেই ধারণা এই নতুন সেনসেশনের।