রাজের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, ধর্ষণ ও প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ সাগরিকার
দিন কয়েক আগে সাগরিকা জানান, ২০২০ সালের অগাস্ট মাসে এক ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেন, “আমি একজন মডেল এবং আমি ইন্ডাস্ট্রিতে ৩-৪ বছর ধরে কাজ করছি। আমি খুব বেশি কাজ করিনি।"

অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে সোমবার রাতে গ্রেফতার করে মুম্বই পুলিশ। অভিযোগ, তিনি নাকি পর্নোগ্রাফি ছবি তৈরি করেন এবং বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে সেগুলি প্রকাশ করেন। রাজের গ্রেফতারের পরে অভিনেত্রী ও মডেল সাগরিকা সুমন তাঁকে নিয়ে মুখ খুলেছিলেন। দিন তিনেক পর সাগরিকার ফের অভিযোগ, রাজের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে ধর্ষণ এবং খুনের হুমকি পাচ্ছেন তিনি।
দিন কয়েক আগে সাগরিকা জানান, ২০২০ সালের অগাস্ট মাসে এক ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেন, “আমি একজন মডেল এবং আমি ইন্ডাস্ট্রিতে ৩-৪ বছর ধরে কাজ করছি। আমি খুব বেশি কাজ করিনি। লকডাউনের সময় কিছু জিনিস ঘটেছিল যা আমি শেয়ার করতে চাই। ২০২০ সালের অগাস্টে আমি উমেশ কামাতজির (রাজের প্রাক্তন সহযোগী) কাছ থেকে ফোন পাই, উনি আমাকে এক ওয়েব সিরিজের প্রস্তাব দেন। ভিডিয়ো কলের মধ্যে দিয়ে অডিশন দেওয়ার কথাও বলা হয়। যখন আমি ভিডিও কলে জয়েন করি, তখন তিনি বলেন যে আমাকে নগ্ন হয়ে অডিশন দিতে হবে আমি অবাক হই এবং আমি অসম্মতি জানাই। ভিডিয়ো কলে তিনজন ছিলেন, একজনের মুখ ঢাকা ছিল, এবং আমার মনে হয় তিনিই রাজ কুন্দ্রা।”
প্রসঙ্গত, উমেশ কামাত অতীতে কুন্দ্রার সংস্থার হয়ে কাজ করেছিলেন। চলতি বছরে ৯ ফেব্রুয়ারি, পর্ন র্যাকেটে জড়িত থাকায় তাঁকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। তারা জানায় যে মোবাইল অ্যাপ্লিকেশনটিতে কুন্দ্রার অফিসের মেশিনারি ব্যবহার করে কমপক্ষে ৮ টি পর্ন ভিডিয়ো আপলোড করেছিলেন উমেশ।
এ দিন এক সংবাদমাধ্যমকে সাগরিকা জানান, রাজের বিরুদ্ধে সরব হওয়ার পর থেকেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে তাঁর কাছে ফোন আসতে শুরু করেছে। তিনি বলেন, “মানসিক ভাবে ভীষণ বিপর্যস্ত আমি। অনলাইন প্ল্যাটফর্মগুলি আমাকে হুমকি দিচ্ছে। রেপ থ্রেট পাচ্ছি প্রতিনিয়ত। প্রাণে মেরে ফেলারও ভয় দেখানো হচ্ছে। ওঁরা বলছে, আমার জন্য নাকি ওঁদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে।” সাগরিকা যোগ করেন, “ওঁরা এও বলছে তোমরা পর্ণ দেখো বলেই আমরা বানাই।” যদিও এ সবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা তিনি ভাবছেন বলেই জানিয়েছেন সাগরিকা।
সোমবার কুন্দ্রাকে গ্রেফতারের পরপর মুম্বইয়ের পুলিশ কমিশনার হেমন্ত নাগ্রাল এক বিবৃতিতে বলেন, “২০২১ সালে ফেব্রুয়ারিতে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে রাজের বিরুদ্ধে পর্ন ফিল্ম তৈরি এবং কয়েকটি অ্যাপের মাধ্যমে প্রকাশের বিষয়ে এক মামলা দায়ের করা হয়েছিল। আমরা ১৯-০৭-২০২১ তারিখে এই মামলার মূল ষড়যন্ত্রকারী হিসাবে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছি।।” শুক্রবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-‘… আমি ভাগ্যবান আমি বেঁচে আছি’, রাজের গ্রেফতারির পর অবশেষে নীরবতা ভাঙলেন শিল্পা
