Big Boss OTT: “বেঁকা হলেও আমার”, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে কাকে বললেন মুজ়?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 13, 2021 | 2:29 PM

বিগ বসের বাড়িতে কাটানো মুহূর্তের ছবি কোলাজ করেছেন মুজ়।

Big Boss OTT: বেঁকা হলেও আমার, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে কাকে বললেন মুজ়?
মুজ় জাট্টানা

Follow Us

রবিবার বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন প্রতিযোগী মুজ় জাট্টানা। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ইনস্টাগ্রামে জিয়া নস্ট্যাল করা ভিডিয়ো শেয়ার করেছেন মুজ়।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিজের ল্যাপটপের দিকে ঝুঁকে পড়েছেন মুজ়। সহ-প্রতিযোগী নিশান্ত ভাটের সঙ্গে দেখছেন একটি ক্লিপ। আর ব্যাকগ্রাউন্ডে গান বাজছে ‘লম্বি জুদাই’। মুজ় লিখেছেন, “হা হা হা, বিগ বস ওটিটির বাড়ির বাইরে এই গানটি ড্রাইভে বাজছিল।”

 

বিগ বসের বাড়িতে কাটানো মুহূর্তের ছবি কোলাজ করেছেন মুজ়। সেখানে রয়েছেন তাঁর প্রিয় বন্ধু নিশান্ত ভাট, প্রতীক সেহজপাল। ক্যাপশনে লিখেছেন, “ওঁরা বেঁকা মানুষ, কিন্তু ওঁরা আমার।” সেই কোলাজেও একটি বিখ্যাত গান ব্যাকগ্রাউন্ডে রেখেছেন মুজ়। ‘শোলে’ ছবির ‘ইয়ে দোস্তি’!

প্রতি রবিবার বিগ বসের বাড়ি থেকে কেউ না কেউ বেরিয়ে যান। এ সপ্তাহে মুজ় ছিলেন শেষের স্থানে। তাঁর সঙ্গে ছিলেন অন্য প্রতিযোগী নেহা ভসিন। এলিমিনেশনের সময় কৃত্রিম বোম বাঁধা হয় কিছু প্রতিযোগীর কোমরে। অন্য প্রতিযোগীরা এসে সেই প্রতিযোগীর বোমের তার কেটে দিয়ে যান, যাঁকে তাঁরা বাঁচাতে চান। নেহা ও মুজ়ের কোমরে কৃত্রিম বোম বাঁধা হয়।

প্রতিযোগী শমিতা শেট্টি, রাকেশ বাপত এসে নেহার তার কেটে দিয়ে যান। অন্যদিকে দিব্যা আগরওয়াল ও নিশান্ত ভাট কাটেন মুজ়ের তার। আরও বেশ কয়েকজন প্রতিযোগীর বিশ্বাস জিতেছিলেন নেহা। ফলে রিয়্যালিটি শো থেকে বেরিয়ে যেতে হয় মুজ়কেই।

এই রবিবারের শোয়ে এসেছিলেন বিশেষ অতিথি – নেহা কক্কর ও টোনি কক্কর। তাঁদের নতুন গান ‘কাঁটা লাগা’ গেয়ে মাতিয়ে দিয়ে যান। বিগ বস ১৩-এর প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য ও রেশমি দেশাই বিগ বসের বাড়িতে এসেছেন।

আরও পড়ুন: Vidyut Jammwal: কমান্ডোর মতো কী করলেন বিদ্যুৎ? প্রেমিকা তো অবাক!

আরও পড়ুন: সুশান্তের পর সিদ্ধার্থ শুক্লার আত্মার সঙ্গেও কথা বললেন প্যারানর্মাল বিশেষজ্ঞ স্টিভ হাফ 

আরও পড়ুন: Arjun Rampal: কোন যাত্রায় নিজেকে ডুবিয়েছেন অর্জুন? 

Next Article