Neena Gupta: সেক্স বা পিরিয়ড নিয়ে কোনওদিন মা কিচ্ছু বলেনি: নীনা গুপ্তা
Neena Gupta: আর বাল্কির পরবর্তী সিরিজ 'লাস্ট স্টোরিজ ২' মুক্তি পেতে চলেছে এই মাসেই। ওই সিরিজের 'দাদি'র চরিত্রে অভিনয় করছেন নীনা গুপ্ত। নামেই রয়েছে 'লাস্ট', যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যৌনখিদে।
আর বাল্কির পরবর্তী সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’ মুক্তি পেতে চলেছে এই মাসেই। ওই সিরিজের ‘দাদি’র চরিত্রে অভিনয় করছেন নীনা গুপ্ত। নামেই রয়েছে ‘লাস্ট’, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যৌনখিদে। সম্প্রতি যৌনশিক্ষা, যৌনচর্চা নিয়ে মুখ খুলেছেন নীনা। জানিয়েছেন, ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে এ হেন কোনও শিক্ষা তিনি পাননি। তাঁর কথায়, “আমরা সেক্সের ব্যাপারে কিচ্ছু জানতাম না। আমার মা কোনওদিন এই নিয়ে কিচ্ছু বলেননি। পিরিয়ডস নিয়েও কিচ্ছু বলেননি কোনওদিন। এতটাই কড়া ছিলেন যে মেয়ে বন্ধুদের সঙ্গে সিনেমাও দেখতে যেতে দিতেন না। আগেকার দিনে বিয়ের আগে মেয়েদের বিয়ের পর প্রথম রাত সম্পর্কে ধারণা দেওয়া হতো, তাঁকে বলা হত কী হতে পারে, যাতে সে ভয় না পেয়ে যায়। যদিও একই সঙ্গে এও বলা হত যে, মেয়েদের কাজ সন্তানের জন্ম দেওয়া। স্বামী সেক্স করতে চাইলে সেই কর্তব্য পূরণ করা উচিৎ– এমনটাই শিক্ষা দেওয়া হত মেয়েদের।” যদিও তিনি নিজে কোনওদিন এমনটা করেননি বলেই দাবি নীনার।
নীনা গুপ্তা বরাবরই ছকভাঙা। সমাজের ট্যাবু ভেঙেছেন বহুবার। ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক, বিয়ের আগেই গর্ভবতী হয়ে যাওয়ার ঘটনায় শুনতে হয়েছে নানা কটু কথাও। একা হাতে মেয়ে মাসাবাকে মানুষ করেছেন। যদিও ভিভের প্রতি তাঁর কোনও অনুযোগ নেই। নিজের শর্তেই বাঁচেন নীনা।
View this post on Instagram